Merapi volacano errupts

ইন্দোনেশিয়ায় জেগে উঠল মেরাপি আগ্নেয়গিরি

আন্তর্জাতিক

জেগে উঠল ইন্দোনেশিয়ার মেরাপি আগ্নেয়গিরি শনিবার দুপুরে আবার জেগে ওঠে আগ্নেও গিড়িটি, প্রায় ৭ কিলোমিটার ছড়িয়েছে ধোঁয়া। যোগাকার্তায় অবস্থিত এই আগ্নেয়গিরি থেকে আগ্নুপাত হতে দেখে স্থানীয়রা। প্রায় দেড় কিলোমিটার ছড়িয়েছে লাভা। আগ্নেওগিড়ির কাছাকাছি অবস্থিত সাধারণ মানুষকে অবিলম্বে গ্রাম খালি করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে যারা ৭ কিলোমিটার কাছাকাছি অবস্থিত। ২০১০’এ শেষ অগ্নুৎপাত হতে দেখা গিয়েছিল মেরাপি থেকে। সে সময় মৃত্যু হয়েছিল প্রায় ৩৫০ জন মানুষের।


ইন্দোনেশিয়ার আবহাওয়াবিদরা জানিয়েছে ২,৯৬৩ মিটার উচ্চতার মোরাপি আগ্নেয়গিরি ইন্দোনেশিয়ার অন্যতম প্রধান সক্রিয় এবং সে দেশের দ্বিতীয় হাইয়েস্ট অ্যালার্ট জারি হওয়া আগ্নেওগিড়ি। প্যাসিফিক রিং অফ ফায়ারের মধ্যে অবস্থিত এশিয়ার দেশ গুলির মধ্যে ইন্দোনেশিয়াতে সর্বাধিক আগ্নেয়গিরি রয়েছে। ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক ইউলিয়ান্তো জানিয়েছেন ইতিমধ্যেই ৫-৬বার ধস নেমেছে আগ্নেয়গিরি মুখের কাছে। ৭ কিলোমিটারের বেশী ছড়িয়ে পড়তে শুরু করেছে লাভা। দ্রুততার সঙ্গে এলাকাবাসীকে সরানোর কাজ শুরু করতে হবে।

Comments :0

Login to leave a comment