Israel Attack Palestine

ইজরায়েলের হামলায় শিশু সহ নিহত ১০৪ প্যালেস্তিনীয়

আন্তর্জাতিক

গাজায় রাতভর ইজরায়েলের বিমান হামলায় অন্তত ১০৪ প্যালেস্তিনীয় নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪৬ জন শিশু রয়েছে। বুধবার এই খবর সংবাদ মাধ্যমকে জানিয়েছে হামাসের স্বাস্থ্য মন্ত্রক। ইজরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা মার্কিন-মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে হামলা করেছে।
ইজরায়েলি বিমান হামলা গাজা সিটি ও উত্তরের বেইত লাহিয়া, মধ্যাঞ্চলের বুরেইজ ও নুসেইরাত এবং দক্ষিণের খান ইউনুস এলাকায় বাড়ি, স্কুল ও আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্থ হয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য হামলা চলাকালে শহরের বিভিন্ন আবাসিক এলাকায় আগুন ও ধোঁয়া দেখা যায় এবং একের পর এক বিস্ফোরণে গোটা এলাকা কেঁপে ওঠে। হামাস সরকারের সিভিল ডিফেন্স সংস্থা জানায়, দক্ষিণ গাজার সাবরা পাড়ায় আল-বান্না পরিবারের বাড়ির ধ্বংসস্তূপ থেকে তিন মহিলা ও এক পুরুষের দেহ উদ্ধার করা হয়েছে। বুরেইজ শরণার্থী শিবিরের ব্লক ৭-এ আবু শারার পরিবারে পাঁচ সদস্য হামলায় নিহত হয়েছেন। এছাড়া খান ইউনুসের উত্তর-পশ্চিমের এক সড়কে বিমান হামলায় আরও পাঁচজন নিহত হন। বুধবার সকালে ইজরায়েলি সামরিক বাহিনী দাবি করে, তারা "যুদ্ধবিরতির পুনঃপ্রয়োগ শুরু করেছে", এবং এর অংশ হিসেবে "সন্ত্রসবাদী সেনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৪৬ শিশু ও ২০ মহিলা রয়েছেন, আহত হয়েছে আরও ২৫০ জনের বেশি মানুষ।  
ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেন, হামাস সংঘর্ষ বিরতির শর্ত লঙ্ঘন করে ইজরায়েলের নিয়ন্ত্রণে থাকা এলাকায় সেনাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। ভুল দেহ হস্তান্তর করেছে। পণবন্দিদের মৃতদেহ ফেরত দেওয়ার ক্ষেত্রে হামাস চুক্তি ভঙ্গ করেছে। 
গত সপ্তাহ তিনেক ধরে হামাসের বিরুদ্ধে সমানে সংঘর্ষ বিরতির শর্ত ভাঙার অভিযোগ করে যাচ্ছে ইজরায়েল। সেই অজুহাতেই গাজায় গণহত্যার অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন নেতানেয়াহু।
গত সপ্তাহ তিনেক ধরে হামাসের বিরুদ্ধে সমানে সংঘর্ষ বিরতির শর্ত ভাঙার অভিযোগ করে যাচ্ছে ইজরায়েল। সেই অজুহাতেই গাজায় ফের গণহত্যার অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন নেতানেয়াহু। এদিকে গত ২০ দিনের বেশি সময় ধরে ইজরায়েলী সেনা গাজায় অন্তত ১২৭ বার সংঘর্ষ বিরতির শর্ত ভেঙেছে। ইজরায়েলের লাগাতার গোলাবর্ষণ, বিমান হানা ও এলোপাতাড়ি গুলিতে গত তিন সপ্তাহে গাজায় হাজারের বেশি প্যালেস্তিনীয় মানুষ নিহত হয়েছেন। সংঘর্ষ বিরতির শর্ত ভেঙে, গাজায় প্রায় ২০০০ টনের বেশি খাবার ও ত্রাণ সামগ্রীর সরবরাহ আটকেছে ইজরায়েল। অথচ দুনিয়ার সমস্ত প্রভাবশালী দেশ এই সক্রিয়তায় তেমন বাক্যব্যয় করেনি। সেই সুযোগেই গাজায় নতুন করে সামরিক অভিযান শুরুর সুযোগ পেয়েছে ইজরায়েল। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি কোনোভাবেই ‘‘ঝুঁকির মুখে পড়বে না’’, তবে ইজরায়েলের ওপর হামলা হলে তারা ‘‘প্রতিশোধ নিতে পারে’’।

Comments :0

Login to leave a comment