BSF Jawan Detained By Pakistan

পাকিস্তানে আটক বিএসএফ জওয়ান, তীব্র উদ্বেগ রিষড়ার বাড়িতে

রাজ্য জেলা

কান্নায় ভেঙে পড়েছে মা ও স্ত্রী।

কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানি সেনাদের হাতে আটক হয়েছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র এক জওয়ান। আটক বয়েছেন ২৪ ব্যাটালিয়নের বিএসএফ কনস্টেবেল পুর্নম কুমার সাউ(৪০)। বাড়ি হুগলির রিষড়া হরিসভায়। পাঞ্জাবের ফিরোজগঞ্জ বর্ডারে পোস্টিং ছিল তাঁর। গত ৩১ মার্চ বাড়ি থেকে ছুটি কাটিয়ে যান। সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে বুধবার ভুল করে ওই জওয়ান পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরের সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন। তাঁর হাতে রাইফেলও ছিল। তিনি স্থানীয় কৃষকদের সহায়তা করছিলেন। সেই সময় ভুল করে পাকিস্তানের ভেতর ঢুকে পড়েন। বুধবার রাত আটটায় স্ত্রীকে ফোন করে তাঁর এক বন্ধু এই খবর জানায়। তাঁর বাবা-মা স্ত্রী ও সাত বছরের এক সন্তান রয়েছে রিষড়ায়। ছেলের খবর শুনে কান্নায় ভেঙে পড়েছেন মা দেবান্তি দেবী। তিনি বলেন, তার এক বন্ধু ফোন করলে তখন আমরা জানতে পারি। আমি চাই আমার ছেলে সুস্থ ভাবে বাড়ি ফিরে আসুক। স্ত্রী রজনী সাউ বলেন, পুনমের এক বন্ধু ফোন করেছিলেন, তিনি বলেন অন ডিউটি থাকা অবস্থায় পাকিস্তানের লোক তাঁকে ধরে ফেলেছে। আমার সাথে পরশু রাতে কথা হয়েছে। ১৭ বছর ধরে বিএসএফের চাকরি করছে। আমি চাই তাড়াতাড়ি ঘরে ফিরে আসুক।
 

Comments :0

Login to leave a comment