Pahalgam Jawan Died

উধমপুরে সেনা অভিযানে নিহত জওয়ান, বাড়ি এরাজ্যে

জাতীয়

পহেলগামের সন্ত্রাসবাদী হামলার পর জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায় চলছে সেনা ও পুলিশের যৌথ অভিযান। পুলিশ সংবাদমাধ্যমে জানিয়েছে যে বৃহস্পতিবার উধমপুরে অভিযানের সময় গুলি লেগেছিল সেনা জওয়ান ঝণ্টু আলি শেখের। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। এই সেনা জওয়ানের বাড়ি নদীয়ায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
‘হোয়াইট নাইট কর্পস’ সোশাল মিডিয়া পোস্টে লিখেছে, ‘‘নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ এবং সেনা যৌথ অভিযান চালাচ্ছিল উধমপুরের বসন্তগড়ে। সশস্ত্র সন্ত্রাসবাদী বাহিনীর সঙ্গে গুলির লড়াই চলছে। এক জওয়ান গুরুতর আহত হওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। কিন্তু চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি।’’
এই বাহিনী জানিয়েছে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে গুলির লড়াই চলছে।   
মঙ্গলবারই পহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসবাদী হামলায় ২৮ জন নিহত হয়েছেন। এখনও বহু আহত। সেনা এবং পুলিশ যৌথ অভিযান শুরু করেছে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায়। উধমপুরে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার রাতে অভিযান শুরু হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। 
ভারতীয় সেনার রোমিও ফোর্স এবং পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ পুঞ্চ জেলারা লাসানায় যৌথ অভিযান চালাচ্ছে। টানা দশদিন কয়েকজন সন্ত্রাসবাদীর খোঁজে চলছে অভিযান। জম্মু-রাজৌরি-পুঞ্চ হাইওয়েতে নজরদারি বাড়ানো হয়েছে

Comments :0

Login to leave a comment