চটকল শ্রমিকদের পেনশন, অবসরের পর চিকিৎসার দাবিতে একাধিক সংগঠনের যৌথ মিছিল হয়েছে বারাকপুরে। সিআইটিইউ এবং পেনশন প্রাপক সংগঠনের দুই জেলার পক্ষে বুধবার এই মিছিল থেকে ডেপুটেশনও দেওয়া হয় বারাকপুরের এসডিও-কে।
দাবি ছিল, ন্যূনতম নয় হাজার টাকা পেনশন, পেনশনের সঙ্গে ডিএ যুক্ত করা, পেনশন প্রাপক অবসরপ্রাপ্তদের বিনামূল্যে চিকিৎসা প্রকল্পের আওতায় আনতে হবে। চটকলে ত্রিপাক্ষিক চুক্তি হলেও তা বাস্তবায়িত হয়নি। চটকল শ্রমিকদের স্বার্থে চটশিল্পের স্বার্থে ত্রিপাক্ষিক চুক্তি কার্যকর করতে হবে। পশ্চিমবঙ্গ পেনশনার্স ওয়েলফেয়ার সমন্বয় সমিতির উত্তর চব্বিশ পরগনা জেলা এবং নদীয়া জেলা যৌথভাবে সিআইটিইউ উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সঙ্গে এই বিক্ষোভে অংশ নিয়েছে। বারাকপুর স্টেশন চত্বর থেকে মিছিল করে এসডিও দপ্তরে পৌঁছায় মিছিল। অবরোধ চলে। আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের বচসা হয়। এসডিও’র কাছে ডেপুটেশনে যায় প্রতিনিধি দল। ছিলেন অসিত সেন, শুভজিৎ দাশগুপ্ত, শঙ্কর বসু, যোগিন্দর মাঝি, চিত্তরঞ্জন গাঙ্গুলি এবং রানা গুপ্ত।
দপ্তরের বাইরে হয়েছে সভা। সভাপতিত্ব করেন আহমেদ খান। মিছিল এবং বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন সিআইটিইউ সর্বভারতীয় নেত্রী এবং সিআইটিইউ উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক গার্গী চ্যাটার্জি, সভাপতি নেপালদেব ভট্টাচার্য, আহমেদ খান, সিপিআই(এম) রাজ্য কমিটির অন্যতম সদস্য সায়নদীপ মিত্র, জেলা সম্পাদকমণ্ডলী সদস্য ঝন্টু মজুমদার, পশ্চিমবঙ্গ পেনশনার্স ওয়েলফেয়ার সমন্বয় সমিতির সম্পাদক অসিত সেন প্রমুখ।
Jute Mill Workers Pension
চটকল শ্রমিকদের পেনশনের দাবিতে যৌথ মিছিল-বিক্ষোভ বারাকপুরে

×
Comments :0