আলোচনায় ডাকার আবেদন জানিয়ে রাজ্যপালকে চিঠি পাঠালো কর্মচারীদের ‘যৌথ মঞ্চ’।
রবিবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে পাঠানো এই চিঠিতে যৌথ মঞ্চের আহ্বায়ক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেছেন, ‘‘আমরা জানতে পেরেছি যে ‘সংগ্রামী যৌথ মঞ্চ’-কে আপনি আলোচনায় ডেকেছেন। সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে একত্রেই ১০ মার্চ ধর্মঘট করেছে চল্লিশটি সংগঠনের যৌথ মঞ্চ।’’
গুপ্ত চৌধুরী রাজ্যপালকে লিখেছেন, ‘‘একজোটে ধর্মঘটে নামায় তা সফল হয়েছে। আশা করব যৌথ মঞ্চকেও বলার সুযোগ আপনি দেবেন। পৃথক বিচার করবেন না।’’
১০ মার্চের ধর্মঘটে শিক্ষক এবং কর্মচারী সহ রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত সংগঠনগুলির ডাকা ধর্মঘটে বেনজির সাফল্য দেখা গিয়েছে। বদলা নিতে শনিবার বিভিন্ন স্কুলে শিক্ষকদের হেনস্তা করেছে তৃণমূল কংগ্রেস। ধিক্কারের মুখেও পড়েছে।
মহার্ঘভাতা, সাড়ে ৬ লক্ষ শূন্য পদে নিয়োগ, শিক্ষক এবং সরকারি কর্মচারীদের নিয়োগে স্বচ্ছতা, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের মতো দাবিতে ধর্মঘটের ডাক দেয় সংগঠনগুলি।
Comments :0