শনিবার বিশেষ গুরুত্বপূর্ণ ম্যাচ আইপিএলে। নাইটদের তৃতীয়বার আইপিএল জেতানো অধিনায়ক শ্রেয়স নামবেন পাঞ্জাবের জার্সিতে ইডেনে। বর্তমানে ৮ম্যাচে ৬পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে কেকেআর। ক্রমশ ক্ষীণ হচ্ছে তাদের প্লে অফের আশা। এইবার প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে নামবে তারা। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। ৩৪বারের মুখোমুখি সাক্ষাতে ২১বার জিতেছে নাইটরা এবং ১৩বার জিতছে পাঞ্জাব। কেকেআরের দিকে পাল্লাভারী থাকলেও শঙ্কায় দিন কাটাচ্ছে সমর্থকরা। ইডেনে ঘরের মাঠে তাই শনিবার জিতেই জবাব দিতে চাইছেন রাহানে , সুনীল নারিনরা।
indian premier league
প্রাক্তন দলের বিরুদ্ধে নামবেন শ্রেয়স

×
Comments :0