PM security breech in Karnataka

কর্ণাটকে নিরাপত্তা টপকে প্রধানমন্ত্রীর খুব কাছে এক ব্যক্তি

জাতীয়

কর্ণাটক (Karnataka) হুবলিতে পদসভা করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার ঘেরাটোপ ভেদ করে তাঁর গলায় মালা দিতে ছুটে এলেন ব্যক্তি। প্রধানমন্ত্রীর প্রায় কাছে চলে আসেন তিনি। শেষ মুহুর্তে ওই ব্যক্তিকে আটকায় এসপিজি SPG কর্মী (স্পেশাল প্রোটেকশন গ্রুপে)। ওই ব্যক্তি হাতে মালা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে দৌড়ে যান। সেই সময় এসইউভি(SUV) গাড়ির পাদানিতে দাড়িয়ে জনতার উদ্দেশ্যে হাত নাড়াচ্ছিলেন মোদী। ভিডিওতে দেখা যায় ওই ব্যক্তির দেওয়া মালা নিয়ে গাড়ির বোনেটে রাখছেন প্রধানমন্ত্রী। 

নিরাপত্তা টপকে ওই ব্যক্তি কি করে প্রধানমন্ত্রীর কাছে এলেন তা এখনও স্পষ্ট নয়। তবে নিরাপত্তায় গলদ ছিল তা নিয়ে কোনও সন্দেহ নেই। যদিও প্রধানন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নিরাপত্তার বিষয় নিয়ে এখনও কিছু বলেনি বিজেপি। কর্ণাটক বিজেপি পরিচালিত সরকার বলেই হয়তো চুপ রয়েছে তারা দাবি বিরোধীদের। গত বছর পাঞ্জাবের ফিরোজপুরে যাওবার সময় কৃষক আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর কনভয় একটি ব্রিজের ওপর ২০ মিনিট আটকে ছিল। সেই ঘটনার পর নিরাপত্তা নিয়ে তৎকালীন পাঞ্জাব সরকারের দিকে আঙুল তুলেছিল বিজেপি। হয়তো সরকার কংগ্রেসের ছিল বলেই আঙুল তোলা সহয হয়েছিল।

Comments :0

Login to leave a comment