‘উই ডিমান্ড জাস্টিস’। ফের এই স্লোগানে মুখরিত হচ্ছে কলকাতা। কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী ধর্মতলায় ডরিনা ক্রসিং থেকে ৫০ ফুট দূরে প্রতিবাদীদের মঞ্চ বাধার কাজ চলছে। এসেছে চেয়ার-টেবিল, ত্রিপল সহ সরঞ্জাম।
রাতভর অবস্থানের প্রস্তুতি পুরোদমে। ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস’ এবং অভয়া মঞ্চের তরফে রাতভর লাগাতার অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল যে প্রতিবাদীরা এখানে অবস্থান বিক্ষোভ করতে পারবেন। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য প্রশাসন ফের ডিভিশন বেঞ্চে আরজি জানায়। কিন্তু সেখানেও ধাক্কা খায় রাজ্য সরকার। ডিভিশন বেঞ্চও চিকিৎসক ও অভয়া মঞ্চের সমর্থকদের অবস্থান করার অনুমতি দেয়। রায়ে বলা হয় অবস্থান মঞ্চের একসাথে ২০০ থেকে ২৫০ জন অবস্থানে অংশ নিতে পারবেন। ডরিনা ক্রসিং থেকে সেই অবস্থান মঞ্চ ৫০ ফুট দূরে হতে হবে।
শুক্রবার সন্ধ্যায় প্রতিবাদীরা স্লোগান দিচ্ছেন রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। ঠিক একইভাবে স্লোগান তুলছেন সিবিআই এর বিরুদ্ধে, কেন চার্জশিটে জমা দিতে পারল না কেন্দ্রীয় সংস্থা। স্লোগান উঠছে, 'ভুলতে পারি বাড়ি ঘর, ভুলব না আর আরজি কর।' স্লোগান উঠছে, 'তোমার চা তুমি খাও তিলোত্তমার বিচার দাও', 'আমার কারা তিলোত্তমা', 'আর কত দিন সময় চাই জবাব দাও সিবিআই'।
Justice RG KAR
বিচারের দাবিতে ফের রাত জাগার প্রস্তুতি চলছে ধর্মতলায়
×
Comments :0