Murshidabad Co-operative

মুর্শিদাবাদে সমবায়ে জয়ী বামপন্থী, কংগ্রেস প্রার্থীরা

জেলা

মুর্শিদাবাদ জেলার জামাইপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে  জয়ী হয়ছেন সিপিআই(এম) এবং কংগ্রেস সমর্থিত প্রার্থীরা।  রবিবার  মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের অমৃতকুন্ডুতে জামাইপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয়। ১২  টি আসনের মধ্যে ১০  টি আসনে সিপিআই(এম) ও কংগ্রেস সমর্থিত প্রার্থীরা জেতেন। মাত্র ২  টি আসনে জেতেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। নির্বাচকদের অভিনন্দন জানিয়েছেন সিপিআই(এম) মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য, নবগ্রামের প্রাক্তন বিধায়ক মুকুল মন্ডল। তিনি বলেন, গ্রামের মানুষ তৃণমূলের বিরুদ্ধে ক্ষুব্ধ। মানুষ দুর্নীতিকে সমর্থন করছেন না। সেটাই এদিনের ফলে উঠে এসেছে।

Comments :0

Login to leave a comment