Left Front

সংবিধান রক্ষার শপথ বামফ্রন্টের, সংগ্রামের আহ্বান বিমান বসুর

কলকাতা

রবিবার হাজরা মোড়ে বিমান বসু। ছবি: রবীন গোলদার

সংবিধানের মর্মবস্তু, ধর্মনিরপেক্ষ গণতন্ত্র,দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো,সামাজিক ন্যায় এবং মানুষের জীবন জীবিকা ও অর্থনৈতিক সার্বভৌমত্বকে রক্ষা করার শপথ নিয়ে বামফ্রন্টের পক্ষে পালিত হলো দেশের ৭৬তম সাধারণতন্ত্র দিবস। 
রবিবার সকাল এগারটা নাগাদ কলকাতায় হাজরা মোড় সহ এন্টালি বাজার,শ্যামবাজার মোড়, খিদিরপুর মোড় এই চারটি জায়গায় হাজার হাজার মানুষের জমায়েতে পালিত হয় দিনটি। কলকাতা সহ সারা রাজ্যেই এই দিনটি পালিত হয়েছে যথাযথ মর্যাদায়। রাজ্যের সর্বত্র সিপিআই(এম) দপ্তরেও জাতীয় পতাকা উত্তোলন করে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে দিনটি।
এদিন সকালে নির্দিষ্ট সময়ে দক্ষিণ কলকাতায় হাজরা মোড়ে জাতীয় পতাকা উত্তোলন করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি প্রথমে পতাকা তলে রাখা দেশের সংবিধান প্রণেতা ডঃ ভীমরাও আম্বেদকরের প্রতিকৃতিতে মালা দেন। মালা দেন উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ। এরপর এখানে দেশের সংবিধান ও সংবিধানে উল্লিখিত ধর্মনিরপেক্ষাতার আদর্শ রক্ষার দৃঢ় অঙ্গীকারে শপথ গ্রহণ করিয়েছেন বিমান বসু।
তিনি বলেন, আমাদের দেশের সংবিধানের বিশেষ বৈশিষ্ট্য হলো তার নিজস্বতা। সংবিধান বাংলা ও ইংরেজিতে নিজে হাতে লিখেছিলেন আম্বেদকর। সময় লেগেছিল মোট ১৬৭দিন। সেই সংবিধান আজ মনুবাদীদের হাতে আক্রান্ত, নিগৃহীত। লজ্জার বিষয় এই সংবিধানের নামে শপথ নিয়ে সাংসদ, মন্ত্রী, বিধায়ক ও অন্যান্য সাংবিধানিক স্তরে ক্ষমতাসীন হয়েও বিজেপি, আরএসএস তথা মৌলবাদীরা বারবার অসম্মান করে চলেছে এই সংবিধানকে। আজ সাধারণতন্ত্র দিবসে তা আমাদের মননে রাখতে হবে। যারা এই ঘৃণ্য কাজ করছে তাদের জন্য জমিয়ে রাখুন ক্ষমাহীন ক্রোধ। আমরা বামপন্থীরা শপথ নিচ্ছি এই দেশ, দেশের সংবিধান ও তার মৌলিক বৈশিষ্ট্যের জলাঞ্জলি দিতে এলে বাধার প্রাচীর হয়ে দাঁড়াবো সমস্ত শক্তি নিয়ে। সংবিধানের মূল আদর্শ বহুত্ববাদ, ধর্মনিরপেক্ষতা রক্ষায় অনেক ত্যাগ স্বীকার করেছি। আরো করতে প্রস্তুত থাকব। আমরা ঐক্যের পক্ষে। বিভেদ বিষের বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখতে হবে।
এদিন এই অনুষ্ঠানে এখানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সভার সভাপতি বামফ্রন্টের কলকাতা জেলার আহ্বায়ক তথা সিপিআই(এম) কলকাতা জেলার সম্পাদক কল্লোল মজুমদার,প্রবীণ পাটি নেতা রবীন দেব, আরসিপিআই নেতা প্রবীর অধিকারী।

Comments :0

Login to leave a comment