বিশ্ব জয়ের রেশ কাটতে না কাটতেই ফের, আবারও সেরার শিরোপা। ফিফার ২০২২ বর্ষ সেরার খেতাব পেলেন লিওনেল মেসি (Leo Messi)। কাতারে ৩-৩ গোলে ড্র করার পর পেনাল্টিতে আর্জেন্টিনা জয়ী হওয়ার আগে ফ্রান্সের বিপক্ষে ফাইনালে ৩৫ বছর বয়সী মেসি দুই গোল করেন। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সেরা পুরুষ কোচের পুরস্কার জিতেছেন, আর এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা) সেরা পুরুষ গোলরক্ষক নির্বাচিত হয়েছেন।
এমবাপ্পে (Mbappe), যিনি খেতাবের জন্য মেসির পাশাপাশি মনোনীত হয়েছিলেন, বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করলেও সবকিছুকে ছাপিয়ে যায় মেসি ম্যাজিক। ‘‘আমি (কোচ লিওনেল) স্কালোনি এবং আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই, তাদের ছাড়া আমি এই জায়গায় পৌঁছাতাম না,’’ মেসি যোগ করেছেন। ‘‘আমি একটি স্বপ্ন পূরণ করেছি যা আমি এতদিন ধরে আশা করছিলাম এবং অবশেষে আমি তা অর্জন করেছি। এটি যে কোনও খেলোয়াড়ের জন্য একটি স্বপ্ন, খুব কম লোকই এটি অর্জন করতে পারে এবং আমি এটি করতে পেরে যথেষ্ট ভাগ্যবান মনে করছি নিজেকে।’’
সেরা ফ্যানের খেতাব জিতেছে আর্জেন্টিনার সমর্থকরা। মার্সিন ওলেক্সি তার দুরন্ত ফিনিশিংয়ের জন্য ফিফা পুসকাস পুরস্কার জিতেছেন। লুকা লোচোশভিলি উলফসবার্গার এসির হয়ে খেলার সময় তার স্পোর্টসম্যানশিপের স্বীকৃতিস্বরূপ ফিফা ফেয়ার প্লে পুরস্কারটি তুলে নেন। এদিকে, বার্সেলোনার অ্যালেক্সিয়া পুটেলাস (স্পেন), যিনি গত বছর ব্যালন ডি'অর জিতেছেন, সেরা মহিলা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন, ইংল্যান্ডের মেরি ইয়ার্পস সেরা মহিলা গোলরক্ষকের ট্রফি জিতেছেন এবং সারিনা উইগম্যান (ইংল্যান্ড) সেরা মহিলা কোচের পুরস্কার পান।
Comments :0