Liquor sale banned in Madhya Pradesh

১৭টি ধর্মীয় শহরে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা মধ্য প্রদেশে

জাতীয়

মধ্যপ্রদেশের ১৭টি ধর্মীয় শহরে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই সিদ্ধান্ত জানিয়েছেন। শুক্রবার মন্ত্রী সভায় সেই সিদ্বান্ত গৃহীত হয়। মোহন যাদব বলেন, “আমরা শুক্রবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আমাদের রাজ্যের ১৭টি  ধর্মীয় স্থান ও শহরে সমস্ত ধরণের মদ (দেশি বা বিদেশী) সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে।” 
উজ্জয়িনী, অমরকন্টক, মহেশ্বর, ওরছা, ওঙ্কারেশ্বর, মণ্ডলা, মুলতাই, মান্ডলা (নর্মদাঘাট), জব্বলপুর, চিত্রকূট, মাইহার, সালকানপুর, মন্ডলেশ্বর, মন্দসৌর, বর্মন, এবং পান্নাতে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই অঞ্চলের দোকানগুলি পুরোপুরি বন্ধ করা হয়েছে। অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যাবে না এই দোকান গুলি।
মোহন যাদব জানিয়েছেন, গোটা রাজ্যের সর্বত্রই  মদ বন্ধ করার পথে হাঁটবে সরকার। এর আগে রাজ্যে বিজেপি সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী অমরকণ্টক এবং মহেশ্বর শহরে মদ এবং মাংসের বিক্রি নিষিদ্ধ করেছিলেন। পরে শিবরাজ সিং চৌহান উজ্জয়িনী-সহ আরও কিছু শহরে এই নিষেধাজ্ঞার পরিধি বাড়িয়ে দেন।
বিহারে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছেন কয়েক বছর আগে। তবে বিহারে বিষমদে মৃত্যুতে সমালোচনার মুখেও পড়েছেন নীতীশ। 
বিভিন্ন অংশের বক্তব্য, হিন্দু ধর্ম এবং আধ্যাত্মিকতার প্রতিপালক হিসেবে বিজেপি সরকার নিজেকে জাহির করতে ব্যস্ত। ধর্মীয় শহর ঘিরে এই সিদ্ধান্ত সেই কারণেই।

Comments :0

Login to leave a comment