Kalinga Super Cup

২-১ গোলে জয় মোহনবাগানের

খেলা

MBSG vs KBFC ছবি সৌজন্য - ইন্ডিয়ান ফুটবল টিম অফিসিয়াল ফেসবুক পেজ

প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে দ্বিতীয় গোল করে মোহনবাগান। এবারের গোলদাতা সুহেল হলেও কারিগর ছিলেন আর এক কেরালান আশিক কুরুনিয়ান। গোটা ম্যাচে সাহাল ও আশিক মিলে কার্যত ছেলেখেলা করলেন কেরালাকে নিয়ে। স্কিল ও পাসের ঝলক দেখা গেল এই দুই কেরালানের মধ্যে। ম্যাচের ৯০+৪ মিনিটে শ্রীকুরুত্তান গোল করলেও ২-১ গোলে হেরে সুপার কাপ থেকে ছিটকে গেল কেরালা ব্লাস্টার্স

সুপার কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে প্রথমার্ধে এগিয়ে রয়েছে মোহনবাগান। গোল করেন সাহাল। ২২মিনিটে সাহাল গোল করলেও। গোলটির কারিগর সালাহউদ্দিন দুইজনকে কাটিয়ে কেরালার বক্সে ঢুকে পাস বাড়ান সাহালকে। তারপর হালকা লবে গোলরক্ষকের মাথার উপর দিয়ে দারুণ ফিনিশ করেন সাহাল। সেই গোলের সুবাদেই এগিয়ে রয়েছে সবুজ মেরুন।

 

 

 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন