রেলের জমিতে পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদের বিরুদ্ধে, রাঙ্গাপানিতে রেললাইনের ওপর ওভার ব্রিজের দাবিতে নিউ জলপাইগুড়িতে এনএফ রেলওয়ে এডিআরএম’র উদ্দেশ্যে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। সিপিআই(এম) দার্জিলিঙ জেলা কমিটির পক্ষ থেকে সোমবার তিন দফা দাবিকে সামনে রেখে এই স্মারকলিপি দেওয়া হয়।
রাঙ্গাপানি রেলগেটটি খুব ব্যস্ত এবং ঘন ঘন ট্রেন চলাচলের কারণে বন্ধ থাকে। যার ফলে সেখানকার লোকজনদের অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়। হাসপাতালে যাতায়াতকারী, স্কুলগামী সহ সমস্ত মানুষদের খুব অসুবিধার সম্মুখীন হতে হয়। পাশপাশি কিছুদিন আগে নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি জংশন সহ কয়েকটি এলাকার বাসিন্দা এবং শিলিগুড়ি শহর সংলগ্ন এলাকায় বসবাসকারীদের রেলওয়ে কর্তৃপক্ষের তরফে নোটিশ দিয়ে অমানবিকভাবে তাদের জমি থেকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। রাঙ্গাপানি ক্যান্সার হাসপাতালের কাছে ধাজু জোত এলাকায় একটি নতুন রেল গেট প্রয়োজন। রেল ক্রসিং পয়েন্টে বিদ্যমান পিএমজি রাস্তার কারণে যেটি রাঙ্গাপানি পিডব্লিউডি রোড থেকে পুরো দশটি গ্রাম এলাকার সাথে সংযুক্ত। কমপক্ষে ২০ হাজার গ্রামের মানুষ বসবাস করছে সংলগ্ন এলাকাগুলিতে। সেই কারণে একটা বড় অংশের মানুষ এই রাঙ্গাপানি রেলগেটের ওপর নির্ভরশীল। স্বাভাবিকভাবেই রাঙ্গাপানি রেলগেট এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ন হয়ে উঠেছে। এই বিষয়গুলিই তুলে ধরা হয়েছে এদিনের স্মারকলিপিতে।
এদিন স্মারকলিপি দেবার পর সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য জীবেশ সরকার ও সিপিআই(এম) দার্জিলিঙ জেলা সম্পাদক সমন পাঠক বলেন, এলাকাকে যানজট মুক্ত করতে রাঙ্গাপানি রেল গেটে একটি স্থায়ী ফ্লাইওভার ব্রিজ নির্মান করার দাবি জানানো হয়েছে। রেলের উন্নয়ন কাজে বাধা দেওয়ার পক্ষে আমরা নই, তবে বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত সেখানে বছরের পর বছর ধরে বসবাসকারী বাসিন্দাদের উচ্ছেদ করা কোনভাবেই বরদাস্ত করা হবে না। নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, পূর্বোক্ত রেল ক্রসিং পয়েন্টটি বন্ধ করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ ইতোমধ্যে একটি স্থায়ী আদেশ জারি করেছে। গ্রামবাসীদের জন্য বিকল্প রাস্তা না থাকার জন্য রেলক্রসিং পয়েন্টে নতুন রেলগেট নির্মান করার দাবিও জানানো হয়েছে। স্মারকলিপি প্রদান কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলক সেনগুপ্ত, শীতল দত্ত, নিরোদ সিং, প্রসন্ন বর্মন, ঝরেন রায় প্রমুখ।
উল্লেখ্য চলতি মাসের গত ২ফেব্রুয়ারি রাঙ্গাপানি লেভেল ক্রসিং’র সামনে অবিলম্বে রাঙ্গাপানি রেলগেটের ওপর ফ্লাইওভার ব্রিজ তৈরী করা, রাঙ্গাপানি থেকে ব্যাঙডুবিগামী রেল লাইনের ওপরে ধাযুজোতের ওপর স্থায়ী গেট তৈরী সহ রাঙ্গাপানি হাসপাতালের কাছে ধাযুজোত রেলগেটের রাস্তা বন্ধ না করার দাবিতে সিপিআই(এম) দার্জিলিঙ জেলা কমিটি ও সিপিআই(এম) গোঁসাইপুর এরিয়া কমিটির যৌথ উদ্যোগে অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
Comments :0