Siliguri Gangrape

নকশালবাড়িতে নাবালিকাকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

জেলা

এক নাবালিকাকে শারিরীক নির্যাতনের অভিযোগ উঠেছে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি এলাকায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে নকশালবাড়ি থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হলো সরোজ টোপ্পো, পঙ্কজ মাহাতো ও রোশন কুমার মাহাতো। ধৃতরা প্রত্যেকেই কিরনচন্দ্র চা বাগানের বাসিন্দা। নকশালবাড়ি ব্লকের হাতিঘিষার কিরনচন্দ্র চা বাগানের এই দলবেঁধে ধর্ষণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 
জানা গেছে, সোমবার রাতে বাড়ির বাইরে ফোনে কথা বলছিলো নির্যাতিতা নাবালিকা। সেই সময় পেছন থেকে মুখে চেপে ধরে দুই যুবক। অভিযোগ, নাবালিকাকে অপহরণ করে দুই যুবক চা বাগানের ভেতরে নিয়ে যায়। সেখানে আরও এক যুবক চলে আসে। এরপর তিন যুবক একাধিকবার নাবালিকাকে শারিরীক নির্যাতন করে। অনেক রাতে স্থানীয়রা নাবালিকাকে চা বাগানের ভেতরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে নকশালবাড়ি থানায় খবর দেন। খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাবালিকাকে উদ্ধার করে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানোর ব্যবস্থা করে। পরিবারের পক্ষে অভিযোগ দায়ের করার পরিপ্রেক্ষিতে রাতেই অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাস্থলে থেকে একাধিক তথ্য প্রমান সংগ্রহ করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। 
ঘটনা প্রসঙ্গে এসডিপিও নেহা জৈন জানান, নির্যাতিতা নাবালিকা ও তার মা থানায় এসে লিখিতভাবে দলবেঁধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ তিনজনকে আটক করে। নির্যাতিতা নাবালিকা অভিযুক্তদের শনাক্ত করার পরে ধৃতদের গ্রেপ্তার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।  

Comments :0

Login to leave a comment