Saif Ali Khan

সইফ আলি খানের ওপর হামলাকারী অবশেষে গ্রেপ্তার

জাতীয়

সইফ আলি খানের উপর হামলাকারী অভিযুক্তকে গ্রেপ্তার করল মুম্বই পুলিশ। মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদকে গ্রেপ্তার করতে পুলিশ ৩৫টি দল, তিন দিন এবং একাধিক সন্দেহভাজনকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করে।
তিন দিন ধরে অভিযুক্ত গ্রেপ্তারি এড়িয়ে যায় এবং রবিবার অভিনেতার বান্দ্রার বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে থানের কাসারভাদাভালির এস্টেটে একটি মেট্রো নির্মাণ সাইটের কাছে একটি শ্রমিক শিবির থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এক সাংবাদিক সম্মেলনে জোন ৯-এর ডিসিপি দীক্ষিত গাদাম বলেন, ধৃতের কাছ থেকে কোনও বৈধ নথি উদ্ধার করা যায়নি। পুলিশ সূত্রে খবর, চুরির উদ্দেশ্যেই প্রখ্যাত অভিনেতার বাড়িতে ঢুকেছিল অভিযুক্ত।
তার নাম শরিফুল ইসলাম (৩০)। সে ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে ঢুকেছিল। এই অভিযুক্ত বাংলাদেশি বলে ‘‘ধরে নেওয়ার’’ মতো প্রাথমিক প্রমাণ রয়েছে। আমরা তাকে আদালতে হাজির করব এবং আরও তদন্তের জন্য তার পুলিশ হেফাজতে চাইব। তার কাছে কোনো বৈধ ভারতীয় কাগজপত্র পাওয় যায়নি, দেখে মনে হচ্ছে তিনি বাংলাদেশি নাগরিক।
প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত একজন বাংলাদেশি এবং অবৈধভাবে ভারতে প্রবেশের পর সে নিজের নাম পরিবর্তন করে। বর্তমানে নিজের নাম হিসেবে বিজয় দাসকেই ব্যবহার করছে সে। পাঁচ-ছয় মাস আগে তিনি মুম্বাই আসেন। অভিযুক্ত একাধিক ছদ্মনাম ব্যবহার করছিল।  কিছুদিন মুম্বাইয়ে ছিল এবং তারপরে মুম্বাইয়ের আশেপাশে ছিল। একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করত।
হামলাকারীকে গ্রেপ্তারের আগে সিসিটিভি ফুটেজে ধরা পড়া সইফ আলি খানের বাড়ি থেকে সিঁড়ি বেয়ে ওঠার পোস্টার লাগানো হয়েছিল মুম্বই ও আশপাশের জায়গায়।
বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজে হামলাকারীকে দেখা যাওয়ার পর তাকে ধরতে দল গঠন করেছিল মুম্বাই পুলিশ।

Comments :0

Login to leave a comment