Madhyamik Candidate

হুইল চেয়ারে পরীক্ষার্থী সন্তান, ৩ কিলোমিটার পেরলেন মা

রাজ্য জেলা

Madhyamik Candidate দেবাশিসকে হুইল চেয়ারে বসিয়ে পরীক্ষা কেন্দ্রের দিকে মা। ছবি: রবীন গোলদার।

বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্র তিন কিলোমিটার দূরে। বিশেষভাবে সক্ষম সন্তানকে হুইল চেয়ারে বসিয়ে ঠেলে নিয়ে এলেন মা। 

সোনারপুর কামড়াবাদের বাসিন্দা দেবাশিস লস্কর এবার মাধ্যমিকের পরীক্ষার্থী।  বিশেষভাবে সক্ষম ছাত্র দেবাশিস। বৃহস্পতিবার শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। সোনারপুর হাই স্কুলে সিট পড়েছে দেবাশিসের। 

দেবাশিসের বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে পরীক্ষা কেন্দ্র সোনারপুর হাই স্কুল। এদিন কামড়াবাদ রেল গেট পার করে ছেলেকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে এসেছেন মা। 

সারাদিন ব্যস্ত থাকে এই রাস্তা। তার উপর পাইপের কাজ হওয়ার কারণে রাস্তার বেহাল দশা। সেই রাস্তা পার করে পরীক্ষা কেন্দ্রে এসেছে দেবাশিস। দেবাশিসের মা জানিয়েছেন যে এত বাধা পেরিয়ে ছেলেকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে পেরে তিনি অত্যন্ত খুশি। 

পরীক্ষার বাকি দিনগুলিতেও কোন গাড়ির ব্যবস্থা যদি না হয়, তবে তিনি এই ভাবেই ছেলেকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসবেন বলে জানিয়েছেন।

(ছবি: রবীন গোলদার)

Comments :0

Login to leave a comment