অঞ্জু ববি জর্জের ২৩বছরের লং জাম্পের রেকর্ড ভাঙলেন শৈলী সিং। ২০০২ সালে ৬.৫৯মিটার জাম্প করে রেকর্ড গড়েছিলেন ববি। শৈলী ৬.৬৪মিটার জাম্প করে এই রেকর্ড ভাঙলেন। শনিবার এর্নাকুলামের মহারাজা কলেজের মাঠে ন্যাশনাল ফেডারেশন কাপ এথলেটিক্স চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় এই কৃতিত্ব গড়লেন শৈলী । রেকর্ড ভেঙে শৈলী প্রতিক্রিয়া জানিয়েছেন ' অঞ্জু ম্যামের রেকর্ড ভাঙতে পারাটা আমার কাছে এক গর্বের বিষয়। তার কৃতিত্বগুলিই আমার কাছে অনুপ্রেরণা । ২৩ বছর এই রেকর্ড অক্ষুন্ন ছিল । এতেই বোঝা যাচ্ছে যে তিনি কতটা অসাধারণ ছিলেন '। তার পাশেই দাঁড়িয়ে ছিলেন অঞ্জু। তিনি বলেন ' আমি জানতাম যে শৈলীই একমাত্র আমার রেকর্ড ভাঙতে পারবে । এটা আমার বিবাহবার্ষিকীর সবথেকে সেরা উপহার । আমি অপেক্ষা করে থাকব যে ওকবে আমার জাতীয় রেকর্ডও ভাঙে '।
NATIONAL FEDERATON CUP ATHLETICS CHAMPIONSHIP
অঞ্জু ববির ২৩বছরের রেকর্ড ভাঙলেন শৈলী

×
Comments :0