Lunar Eclipse

চন্দ্রগ্রহণ দেখল কলকাতা

কলকাতা

Lunar Eclipse November 2022

বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখল কলকাতা। ২০২৫’র মার্চের আগে দেখা যাবে না চন্দ্রগ্রহণ। কলকাতার পাশাপাশি দেশের বিভিন্ন অংশ থেকেও উৎসাহী চন্দ্রগ্রহণ দেখেছেন। দেখা গিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেও।
কুসংস্কার দূরে ফেলে চন্দ্রগ্রহণ দেখায় সব অংশকে অভিনন্দন জানিয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। সংগঠনের রাজ্য সম্পাদক প্রদীপ মহাপাত্র বলেছেন, গ্রহণকে ঘিরে নানা কুসংস্কার থাকে। তার বিরুদ্ধে প্রচার চলেছে। ভাল সাড়াও মিলেছে। গ্রহণের সময় খাওয়ার বারণ, গর্ভবতী মহিলাদের জন্য বিধিনিষেধ এমন কুসংস্কারের অংশ। 

Comments :0

Login to leave a comment