পাকিস্তানের নিরপেক্ষ তদন্তের প্রস্তাবকে আমল দিতে নারাজ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ শনিবারই বলেন যে নিরপেক্ষ তদন্তের জন্য তৈরি সরকার।
শরিফের মন্তব্য নিয়ে শ্রীনগরে প্রশ্ন করা হয় ওমর আবদুল্লাকে। তিনি বলেন, ‘‘পহেলগামের সন্ত্রাসবাদী হামলার ঘটনাই তো গোড়ায় স্বীকার করছিল না পাকিস্তান। তখন বলছিল ভারতই এর পিছনে রয়েছে। যারা আমাদের দোষ দিচ্ছিল তা এখন নিরপেক্ষ তদন্তের কথা বলছে।’’
এর মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে ‘বোঝাপড়া তৈরির জন্য’ উদ্যোগ নেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি এই মর্মে বার্তা দিয়েছেন। আবার সৌদি আরবের বিদেশমন্ত্রী ফয়সল বিন ফরহান ভারত ও পাকিস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে আলাদা করে ফোনে কথা বলেছেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফরের মাঝেই পহেলগামের সন্ত্রাসবাদী হামলার খবর পেয়ে দেশে ফেরেন।
পহেলগামের ঘটনার পিছনে জন্য পাকিস্তানের মদতকে দায়ী করছে ভারত। সিন্ধু জল চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত জানিয়েছে। পাকিস্তানের নাগরিকদের দেশে ফিরতে বলেছে।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নিজেই জানিয়েছেন সৌদির বিদেশমন্ত্রী ফয়সল বিন ফয়সল তাঁকে ফোন করেছিলেন। পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় সীমান্তের ওপার থেকে মদতের বিষয় নিয়ে কথা হয়েছে।
Omar Abdullah
পাকিস্তানের ‘নিরপেক্ষ তদন্ত’ মন্তব্যে খেদ জানালেন ওমর

×
Comments :0