কবিতা
মুক্তধারা
আষাঢ়স্য আত্রেয়ী
-------------------------
রাখী সরদার
-------------------------
২ অক্টোবর ২০২৫, বর্ষ ৩
কী তেজ দেখালে তুমি আত্রেয়ী!
মেঘের আড়াল থেকে যেন নেচে
উঠল কৃষ্ণপক্ষের শবরী!পাছাপেড়ে
শাড়ি, লগ্নতার খোঁপা, নথ দুলিয়ে
ছুটে এলে আষাঢ়ের দারুণ শাসনে।
স্রোতময়ী,ভালবেসে ফতুর করে
দিলে! গ্রামভর্তি জল।দুইধারের
ভাঙনে ভেসে যায় মাটির মায়াময়
সাধনা!
তবু কি মোহন আবাহনে বরণ করে
নিলে ধান্যবধূর জোছনাফুল হাসি!
Comments :0