POETRY / RAKHI SARDER / ASHARASYA AYETRI / MUKTADHARA / 3 OCTOBER 2025 / 3rd YEAR

কবিতা / রাখী সরদার / আষাঢ়স‍্য আত্রেয়ী / মুক্তধারা / ৩ অক্টোবর ২০২৫, বর্ষ ৩

সাহিত্যের পাতা

POETRY  RAKHI SARDER  ASHARASYA AYETRI  MUKTADHARA  3 OCTOBER 2025  3rd YEAR

কবিতা

মুক্তধারা

আষাঢ়স‍্য আত্রেয়ী

-------------------------
রাখী সরদার
-------------------------

২ অক্টোবর ২০২৫, বর্ষ ৩

কী তেজ দেখালে তুমি আত্রেয়ী!
মেঘের আড়াল থেকে যেন নেচে
উঠল কৃষ্ণপক্ষের শবরী!পাছাপেড়ে
শাড়ি, লগ্নতার খোঁপা, নথ দুলিয়ে
ছুটে এলে আষাঢ়ের দারুণ শাসনে।
স্রোতময়ী,ভালবেসে ফতুর করে
দিলে! গ্রামভর্তি জল।দুইধারের
ভাঙনে ভেসে যায় মাটির মায়াময়
সাধনা!

তবু কি মোহন আবাহনে বরণ করে
নিলে ধান‍্যবধূর জোছনাফুল হাসি!

Comments :0

Login to leave a comment