Pahalgam Terror Attack

পাহেলগাঁও সন্ত্রাসবাদী হালায় নিহত পর্যটকদের মধ্যে রাজ্যের তিনজন

রাজ্য

কান্নায় ভেঙে পড়েছে মনীশ রঞ্জন মিশ্রের পরিবার।

পাহেলগাঁও সন্ত্রাসবাদী হালায় নিহত রাজ্যের আরও দুই বাসিন্দা, মৃতের নাম সমীর গুহ এবং মনীশ রঞ্জন মিশ্র।  একজন পুরুলিয়ার ঝালদার বাসিন্দা আরেকজন বেহালার সখেরবাজার এলাকার বাসিন্দা। কলকাতার আরও এক পর্যটকের নাম বিতান অধিকারী।

মঙ্গলবার দুপুরে সন্ত্রাসবাদীদের হামলায় রক্তাক্ত হয়  ভূস্বর্গ। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের ওপর দেদারে গুলি চালাল সন্ত্রাসবাদীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, দু’জন স্থানীয় সহ ২৮ জন পর্যটকের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২০। যদিও সরকারের তরফে এই পরিসংখ্যান নির্দিষ্টভাবে জানানো হয়নি। ঠিক কতজনের মৃত্যু হয়েছে, তাঁরা কোন কোন রাজ্যের সবই চেপে রাখা হয়েছে। জানা গেছে মৃতদের তালিকায় রয়েছেন কলকাতার দুই ও পুরুলিয়ার একজন।

সন্ত্রাসবাদীদের গুলিতে মৃত্যু হয়েছে বেহালার সখেরবাজারের বাসিন্দা সমীর গুহ নামে এক পর্যটকের। অন্যদিকে পুরুলিয়ারও এক বাসিন্দার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তিনি গোয়েন্দা আধিকারিক মনীশ রঞ্জন মিশ্র। ঝালদা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরোনো বাঘমুন্ডি রোডের বাসিন্দা। মঙ্গলবারই কাশ্মীর পৌঁছেছিলেন তিনি। জানা যাচ্ছে, গোয়েন্দা দপ্তরে কর্মরত ছিলেন মনীশ। কর্মসূত্রে পরিবার নিয়ে হায়দরবাদেই থাকতেন মৃত মনীশ রঞ্জন মিশ্র।

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে উগ্রপন্থী হামলায় নিহত হয়েছেন কলকাতার আরও এক পর্যটকের নাম বিতান অধিকারী। বেহালা বৈশালী পার্কের বাসিন্দা ওই যুবক মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কর্মরত ছিলেন। ছুটিতে বাড়িতে এসে সপরিবারে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। স্ত্রী এবং বছর তিনেকের সন্তানকে সঙ্গে নিয়ে গত ১৬ এপ্রিল তিনি কাশ্মীর বেড়াতে যান বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবারই তাঁদের ফেরার কথা ছিল। কিন্তু মঙ্গলবার সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ গিয়েছে বিতানের। রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতের স্ত্রী-সন্তানকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। দেহও তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, বলে জানা গিয়েছে।

বর্তমানে বহু বাঙালি পর্যটক শ্রীনগর সহ উপত্যকার বিভিন্ন অংশে আটকে আছেন। সংবাদসংস্থার খবর থেকে জানা গিয়েছে, লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেসিস্ট্যান্স ফোর্স বা টিআরএফ এই হামলার দায় স্বীকার করেছে।

Comments :0

Login to leave a comment