Panchayat Elections

তৃণমূলকে শাস্তি দিতে তৈরি মানুষ, সমাবেশে সেলিম

রাজ্য

Panchayat Elections মুর্শিদাবাদের ইসলামপুরে খেতমজুর ইউনিয়ানের জেলা সম্মেলনে উপলক্ষে প্রকাশ্য সমাবেশে মহম্মদ সেলিম

কেন মানুষ অন্নহীন, কেন রাজ্যে কারখানা হবে না। রবিবার ইসলামপুরে বিশাল জনসমাবেশে এই প্রশ্ন তুললেন সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। নেতাজী পার্ক মাঠে উপচে পড়া সমাবেশে তিনি বলেন, কড়া লড়াই হবে পঞ্চায়েতে।  

 সেলিম প্রশ্ন তোলেন, কেন বেকার ছেলেমেয়েদের কাজ হবে না। তিনি বলেন, মানুষ নিজে হাতে তৃণমূলের শাস্তির ব্যবস্থা করছে। আইন অনুযায়ী পঞ্চায়েতে ভোট করতে হবে। তৃণমূলের চুরি জোচ্চুরি আর চলবে না। মানুষ আর সইবে না। সাগর থেকে পাহাড় একসঙ্গে লড়াই চলবে। পঞ্চায়েত থেকে চোরদের তাড়াতে হবে। নবান্ন থেকে ডাকাতরানীকে তাড়াতে হবে।  মোদী-অমিত শাহদের হটাতে হবে দিল্লি থেকে।   
মুর্শিদাবাদের ইসলামপুরে সারা ভারত খেতমজুর ইউনিয়নের জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশে রবিবার ভাষণ দেন সেলিম।

 

Comments :0

Login to leave a comment