বেসরকারি মাদ্রাসাগুলো সরকারিকরণের দাবিতে
মাদ্রাসা শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে লাঠিচার্জের অভিযোগ। আন্দোলনকারি শিক্ষকদের অভিযোগ কাঁদানে গ্যাস, ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।
স্থানীয় সময় রবিবার দুপুর ১টা নাগাদ বাংলাদেশের রাজধানী ঢাকার শাহবাগ মোড়ে বিক্ষোভ মিছিল চলাকালে এই ঘটনা ঘটে। বিক্ষোভ মিছিল প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার সময় শাহবাগে বাধা দেয় পুলিশ। লাঠিচার্জের সঙ্গে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করা হয়েছে। ঘটনায় কয়েকজন মাদ্রাসা শিক্ষক আহত হয়েছেন বলে বাংলাদেশের সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
যদিও শাহবাগ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সাংবাদিকদের বলেন, “শিক্ষকরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। কোনো হামলা হয়নি।”
আন্দোলনকারী শিক্ষকদের অভিযোগ, পুলিশ মিছিলের অনুমতি দিয়েও হামলা চালিয়েছে।
তাদের দাবি ৪০ বছর অনুদানভুক্ত ও অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকরা বিনা বেতনে কাজ করছেন। তাদের দাবি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত মাদরাসাগুলোকে প্রাথমিক বিদ্যালয়ের মতো সরকার বেতন, খরচ দিক।
আন্দোলনকারী শিক্ষকদের বক্তব্য সরকার দায়ভার না নেওয়া পর্যন্ত লাগাতার অবস্থান ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
Bangladesh
বাংলাদেশে শিক্ষকদের বিক্ষোভ-সমাবেশে পুলিশের লাঠিচার্জ, জলকামান
×
Comments :0