ফের রায়গঞ্জে নার্স নিগ্রহ। উত্তাল হয়েছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল। অভিযোগ, নিগ্রহের সঙ্গে জড়িতরা তৃণমূলের সঙ্গে যুক্ত। হামলায় জড়িত তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের ছেলেও।
রোগী মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসক ও নার্সকে নিগ্রহ করা হয়েছে সোমবার মধ্য রাতে।
চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, জনা পনের লোক ঢুকে পড়ে হাসপাতালের ভেতর। মহিলা চিকিৎসক ও নার্সদের উপর চড়াও হয় এবং ধাক্কাধাক্কি করে। চরম হেনস্তার শিকার এক নার্স অসুস্থ হয়ে পড়েন। ঘটনার খবর পেয়েই ওয়ার্ডে ছুটে আসেন চিকিৎসক ও আধিকারিকেরা।
জানা গিয়েছে, বাহিনের কুমারজল এলাকার বাসিন্দা নুরনেহা খাতুন (৬২) নামে এক বৃদ্ধা গুরুতর অসুস্থ অবস্থায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন অবস্থা ভালো নয়। সোমবার রাত ৮ টা নাগাদ বৃদ্ধা মারা যান। এরপরেই রোগীর পরিবার ডাক্তার ও নার্সদের দোষারোপ করতে শুরু করে। বাইরে থেকে ১৫ জনের একটি দল এসে ডাক্তার ও নার্সকে নিগ্রহ করে বলে অভিযোগ। কর্তব্যরত নার্স ঈশিতা জানা এবং চিকিৎসক দত্তাত্রয় মুখার্জি চরম নিগৃহীত হন। ধাক্কাধাক্কির জেরে কর্তব্যরত নার্স অসুস্থ হয়ে পড়েন। তীব্র ক্ষোভ উগরে দেন চিকিৎসকেরা। ছুটে আসেন দায়িত্বপ্রাপ্ত এমএসভিপি ডা: বিদ্যুৎ ব্যানার্জি।
চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীরা বলছেন, আর জি কর কাণ্ডে প্রতিবাদের জেরে ‘রাত্রিসাথী’-র মতো প্রকল্প ঘোষণা করতে বাধ্য হয় রাজ্য। কিন্তু সেসবই শুধু কাগজে কলমে, বাস্তবে অস্তিত্ব নেই। মেডিক্যাল কলেজে কোনো নিরাপত্তা নেই।
চিকিৎসকদের প্রতিবাদের মধ্যেই গত মাসে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও নিগ্রহের শিকার হয়েচিলেন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা।
রায়গঞ্জে এই ঘটনার পর শুরু হয়েছে প্রতিবাদ।
HOSPITAL HOOLIGANISM RAYGANJ
রায়গঞ্জ হাসপাতালে তাণ্ডব, নার্স-চিকিৎসক নিগ্রহে প্রতিবাদ
×
Comments :0