বলতে পারো — অমল কর — নতুনপাতা — উত্তর : ১০ এপ্রিল ২০২৫, বর্ষ ৩
জিজ্ঞাসা
১) ফিফা অনুমোদিত আন্তর্জাতিক খেলায় ফুটবলের আকৃতি পরিধি ওজন ও বলের ভেতরের হাওয়া কতটা?
২) জার্মানির ফুটবল ইতিহাসে দ্রুততম গোল কোনটি?
৩) বিশ্বের কোন্ নভশ্চর ৩১১ দিনে ৫ হাজার বার পৃথিবীকে প্রদক্ষিণ করে বিশ্ব রেকর্ড করেন?
৪)ভারতের সর্বোচ্চ সামরিক পদক কোনটি?
৫) বিশ্বে কতগুলো ভাষা "বাংলা অক্ষর" ব্যবহার করে?
৬) হাজার পাহাড়ের দেশ কাকে বলে?
সমাধান
১) ফিফা অনুমোদিত আন্তর্জাতিক খেলায় ফুটবলের আকৃতি হবে গোল, পরিধি ৬০-৭০ সেমি, ওজন ৪১০-৪৫০ গ্ৰাম, বলের ভেতরের হাওয়া ০.৬ -১.১ অ্যাটমোস্ফিয়ার।
২) জার্মানির ফুটবল ইতিহাসে দ্রুততম গোল খেলা শুরুর সাত সেকেন্ডের মধ্যে ফ্রান্সের বিরুদ্ধে প্যারিসে ২৪/০৩/২৫ জার্মানির ভাইর্টৎসের গোল। বিশ্বের দ্রুততম গোল খেলা শুরুর ৬ সেকেন্ডের মধ্যে স্লোভাকিয়ার বিপক্ষে অষ্ট্রিয়ার ক্রিস্টফ বমগার্টনার করা গোল।
৩) সোভিয়েত ইউনিয়নের একজন মেকানিকাল ইঞ্জিনিয়ার তথা রকেট বিজ্ঞানী সর্গেই কনস্ট্যান্টিনোভিচ ত্রিকোলেভ ৪৫০০ কিঃমিঃ উচ্চতায় দিনে ১৬ বার পৃথিবী প্রদক্ষিণ করে MIR স্পেসটির ৫ মাসের জন্য রুটিন চেকিঙে গিয়ে ৩১১ দিনে ৫ হাজার বার পৃথিবী প্রদক্ষিণ করে ফিরে আসেন।
৪) ভারতের সর্বোচ্চ সামরিক পদক "পরমবীরচক্র"।এখন পর্যন্ত ২১ জন এই পদক পান, তন্মধ্যে ১৮ জন মরণোত্তর।
৫)বিশ্বে এখন অসমিয়া, বোড়ো, গারো,হাজং,কুচ ,কুদা,হাজং,রাভা, সিলেটি,টিপরা ইত্যাকার ৩৮টি ভাষা "বাংলা অক্ষর" ব্যবহার করে।
৬) রোয়ান্ডাকে হাজার পাহাড়ের দেশ বলা হয়।
Comments :0