QUIZ — AMAL KAR — NATUNPATA — ANS : 9 OCTOBER 2025, 3rd YEAR

বলতে পারো — অমল কর — নতুনপাতা — উত্তরঃ ৯ অক্টোবর ২০২৫, বর্ষ ৩

ছোটদের বিভাগ

QUIZ  AMAL KAR  NATUNPATA  ANS  9 OCTOBER 2025 3rd YEAR

বলতে পারোঅমল করনতুনপাতা উত্তরঃ  ৯ অক্টোবর ২০২৫, বর্ষ ৩

জিজ্ঞাসা

১.  'দুর্গা ' শব্দের অর্থ কি?
২. প্রথম দুর্গাপূজা কে করেন?
৩. 'অকালবোধন' কে করেন?
৪. দুর্গার অষ্টোত্তর শতনামের কয়েকটি উল্লেখ করো।
৫. নবদুর্গার নয়টি রূপ কি কি?
৬. মহিষাসুরমর্দিনী দুর্গার বাহনের নাম কি?

সমাধান 

১.  'দুর্গা' শব্দের অর্থ 'দুর্গম' বা 'অজেয়, অপ্রতিরোধ্য'।
২.   শ্রী শ্রী চণ্ডী পুরাণ মতে  সত্যযুগে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয় ঘোষণা করে দেবী মহিষাসুরমর্দিনীর প্রথম পূজা করেন রাজা সুরথ ও বৈশ্য সমাধি ।
৩. রাম-রাবণের যুদ্ধের সময় শরৎকালে,যখন দেবতাদের ঘুমিয়ে থাকার মরশুম,সীতা উদ্ধারে রাবণ বধের উদ্দেশে, বিল্ববৃক্ষতলে দেবী দুর্গার 'অকালবোধন' করেন রামচন্দ্র ।
৪. দুর্গার অষ্টোত্তর শতনামের (১০৮ টি) মধ্যে জয়া সতী সাধ্বী ভবানী আর্যা ত্রিনেত্রা নারায়ণী প্রভৃতি উল্লেখযোগ্য।
৫. নবদুর্গার নয়টি রূপ হল : শৈলপুত্রী,ব্রহ্মচারিণী,চন্দ্রঘন্টা, কুষাণ্ডা,স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি,মহাগৌরী ও সিদ্ধিদাত্রী।
৬. মহিষাসুরমর্দিনী দুর্গার বাহন , যা দুর্গার বাবা হিমালয় দান করেন,  সিংহের নাম 'মহাসিংহ'(কেউ কেউ ঘোড়ামুখী বা ঘোটকমুখী বলেন)।

Comments :0

Login to leave a comment