Jubin Garg

জুবিন গর্গের বিচারের দাবিতে বিক্ষোভ, আসামের বকসায় বন্ধ ইন্টারনেট

জাতীয়

জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যুর তদন্ত ঘিরে আগুন জ্বলল আসামের বকসায়। বুধবার জুবিন গর্গের মৃত্যুর তদন্তে ধৃতদের নিয়ে যাওয়ার পথে হামলার মুখে পড়ে পুলিশের গাড়ি। বকসা জেলা জেলের বাইরে হয় এই ঘটনা। 
গত ১৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর সফরের সময় মৃত্যু হয় জুবিন গর্গের। প্রিয় গায়কের অনুগামীরা এদিন জেলের সামনে জড়ো হন। অনেকে পুলিশের গাড়ি যাওয়ার পথেও ছিলেন। কিছু লোককে দেখা যায় পুলিশের গাড়িতে ঢিল ছুঁড়তে। গর্গের পক্ষে বিচার চেয়ে অন্তত তিন জায়গায় পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়েছে বলে দাবি আসাম সরকারের। জেলের পথে বিভিন্ন জায়গায় টায়ার জ্বালানো হয় বলে জানিয়েছে প্রশাসন। 
বকসা জেলায় ইন্টারনেট পরিষেবা এবং মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। মোতায়েন করা হয়েছে সুরক্ষা বাহিনী। মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন আইন এবং আদালতের ওপর আস্থা রাখতে হবে। 
পাঁচ অভিযুক্তকে এদিন জেল হেপাজতে পাঠিয়েছে আদালত। পুলিশ হেপাজতের মেয়াদ বুধবারই শেষ হয় এই অভিযুক্তদের।  

Comments :0

Login to leave a comment