বিহারের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করা হয়ে গিয়েছে। বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে, জেডিইউ ৫৭ জনের নাম ঘোষণা করেছে প্রথম দফার তালিকায়। এই তালিকায় নাম রয়েছে অনন্তকুমার সিং-সহ আরও তিনজন হেভি ওয়েট প্রার্থীর, চারজন মহিলা প্রার্থীর নামও রয়েছে। উল্লেখ্য চিরাগ পাসওয়ানের দলের লড়ার কথা এমন পাঁচটি আসনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে জেডিইউ। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই অভ্ভন্তরীন রাজনৈতিক দলীয় দ্বন্দ্ব নির্বাচনে প্রভাব ফেলবে কি না তা তর্কসাপেক্ষ বিষয়।
এই নির্বাচনে জেডিইউ মোট ১০১টি আসনে লড়ছেন। জেডিইউর হয়ে গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রবণ কুমার লড়বেন নালন্দা থেকে, জলসম্পদ মন্ত্রী বিজয়কুমার চৌধুরী সারাইরঞ্জন থেকে, তথ্য ও জনসংযোগ মন্ত্রী মহেশ্বর হাজারি কল্যাণপুর কেন্দ্র থেকে, সমাজকল্যাণ মন্ত্রী মদন সাহানি বাহাদুরপুরে কেন্দ্রে থেকে প্রার্থী হচ্ছেন।
Bihar
চিরাগের আসনে নীতিশের প্রার্থী, চিড় এনডিএ শিবিরে

×
Comments :0