Mamata Banarjee

দুর্গাঙ্গনের পর শিব মন্দির তৈরি করার ঘোষণা মমতার

রাজ্য

বিধানসভা নির্বাচনের নতুন করে সাম্প্রদায়িক রাজনীতিকে উসকানি দিতে শিব মন্দির তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি জানিয়েছেন শিলিগুড়িতে তৈরি হবে ‘সব থেকে বড় শিব মন্দির’। সরকারি টাকায় এই মন্দির তৈরি হবে জানিয়েছেন তিনি। এর আগে কয়েকশো কোটি টাকা খরচ করে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করেছিলেন মমতা। রাজারহাটে দুর্গাঙ্গন তৈরি হবে বলেও তিনি ঘোষণা করেছেন। রাজারহাটে এই দুর্গাঙ্গন তৈরি হবে প্রায় ২৬২ কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে। গোটাটা যাবে সরকারি কোষাগার থেকে। রাজ্যের আট হাজারের বেশি স্কুল যখন বন্ধ হওয়ার মুখে। বেকারির হার যখন প্রতিদিন বাড়ছে তখন এই বিপুল খরচ কেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। 
শিব মন্দির তৈরি করার জন্য বিনা পয়সায় জমি দেওয়ার কথা জানিয়েছেন মমতা। জমি চিহ্নিত করার কাজ চলছে বলেও জানা গিয়েছে। 
সামনে বিধানসভা নির্বাচন। বেকারি, তোলাবাজি, দুর্নীতি নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হতে শুরু করেছে। উত্তরবঙ্গ জুড়ে তৃণমূল এবং বিজেপির প্রাকৃতিক সম্পদ লুঠ সেখানকার মানুষের মধ্যে তৈরি করেছে ক্ষোভ। এই পরিস্থিতিতে জব কার্ড, ১০০ দিনের কাজের দাবি সহ মানুষের দাবি নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে লাগাতার লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন বামপন্থী কর্মী সমর্থকরা। উত্তরবঙ্গের মানুষ যখন ক্ষতিগ্রস্ত তখন তাঁদের কাছে ত্রাণ নিয়ে পৌঁছে যায় এসএফআই, ডিওয়াইএফআই সহ বিভিন্ন বামপন্থী গণসংগঠন। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ যখন বিজেপি তৃণমূলের বাইনারি থেকে সরে আসছে তখন নতুন করে সাম্প্রদায়িক রাজনীতিকে মাথাচাড়া দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য মন্দিরের রাজনীতি শুরু করেছেন মমতা ব্যানার্জি।

Comments :0

Login to leave a comment