শুক্রবার ছাত্রছাত্রীদের ওপর বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে শনিবার এসএফআই –ডিওয়াইএফআই'য়ের ডাকে কলকাতর বিভিন্ন জায়গায় প্রতিবাদে শামিল হলেন ছাত্র-যুবরা।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে পথসভার ওপর হামলা হয় প্রথমে। আহত এসএফআই কর্মী এসএসকেএম হাসপাতালে পৌঁছালে পুলিশের সামনে ফের আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের লুম্পেনবাহিনী। রক্তাক্ত অবস্থায় প্রতিরোধের বার্তা দেন এসএফআই নেতৃবৃন্দ।
তৃণমুল দুষ্কৃতীদের গ্রেপ্তার এবং সেইসঙ্গে ক্যাম্পাসে গণতন্ত্র বজায় রাখার দাবিতে এদিন ঢাকুরিয়া অঞ্চলে সন্ধ্যায় পথ অবরোধ ও বিক্ষোভ মিছিলে শামিল হন। একই সময়ে কলেজ স্ট্রিট চত্ত্বরে বেশ কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধের ডাক দেয় এসএফআই-ডিওয়াইএফআই। অসংখ্য ছাত্রছাত্রী এই কর্মসূচীতে শামিল হন। আগামী সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযান আরও জোরদার করার ডাক দেন ছাত্রযুব নেতৃবৃন্দ।
ছাত্রছাত্রীদের ওপর হামলার প্রতিবাদে সোচ্চার হয়েছে চিকিৎসক মহলও। জয়েন্ট প্ল্যাটফরম অব ডক্টর্স, পশ্চিমবঙ্গ এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
Comments :0