SFI CU

আজও খোলা থাকবে স্টল : এসএফআই

কলকাতা

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বুকস্টল ছাত্রদের

কথা ছিল বুকস্টল চলবে দুই দিন। কিন্তু ছাত্র ছাত্রী এবং সাধারণ মানুষের উৎসাহের কারণে একদিন বাড়িয়ে তিন দিন চলবে স্টল।
নভেম্বর বিপ্লব বার্ষিকীতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে "সংগ্রামী বুক্স্টল" করা হয়েছে এসএফআই কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির পক্ষ থেকে। সংগঠনের পক্ষ থেকে প্রথমে ঠিক করা হয়েছিল যে সোমবার এবং মঙ্গলবার খোলা থাকবে স্টল। কিন্তু সাধারণ ছাত্র ছাত্রীদের উৎসাহ দেখে বুধবারও স্টল খোলা রাখার সিদ্ধান্ত তারা নিয়েছেন। আঞ্চলিক কমিটির সম্পাদিকা সম্পৃক্তা বোসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, "ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যপক উৎসাহ তৈরি করেছে এই স্টল। রাজনীতি করেনা এই ধরনের বহু মানুষ আসছেন এবং বই কিনছেন। বর্তমান পরিস্থিতিতে বই আমাদের একমাত্র হাতিয়ার। তাই মানুষের কাছে আমাদের আদর্শ ছড়িয়ে দিতে আমাদের এই সিদ্ধান্ত।"


গত ৭ নভেম্বর এই স্টলের উদ্বোধন করেন এসএফআই এর প্রতিষ্ঠাতা সম্পাদক তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । এছাড়া প্রতিদিন স্টলে উপস্থিত থাকছেন সংগঠনের প্রাক্তনীরা।

Comments :0

Login to leave a comment