শারদীয়া ১৪৩১
ধূসরবেলা
রক্তকরবী মরে গেছে
মনীষ দেব
মুক্তধারা
রাত জেগে লিখছি তোমার কথা – মাঝরাতেই তোমার হারিয়ে যাওয়া – মাঝরাতেই রাত জেগে আছে দুনিয়া, তোমার জন্য অনশন – তোমার জন্য অরন্ধন – তোমার জন্য আমরণ শুধু তোমার জন্যই আমরণ –
– I WANT JUSTICE.
– WE WANT JUSTICE.
– WE DEMAND JUSTCE.
বিচারের বাণী তবু নীরবে নিভৃতে কাঁদে – আর শাসক-রাষ্ট্র-ধর্ষক বেলেল্লাপনায় মেতে থাকে। এ এক বেহায়া সময় বেশ্যাবৃত্তিতে মশগুল আর জীবন –
– ধর্ষিত হয়ে যায়।
– ধর্ষিত হয়ে যায়।
– ধর্ষিত হয়ে যায়।
রাষ্ট্র যখন মৌন-মলিন
শাসক যখন ধর্ষক এবং জল্লাদের পোশাক পড়ে দাঁড়িয়ে তখন –
সমাজ পাষাণপুরি!
সভ্যতা পাষাণপুরি!
জীবন পাষাণপুরি!
শুধু একটা রক্তকরবী মরে গেছে – রক্তকরবীর শতবর্ষে। এই ধূসরবেলায় – তোমার রক্তে লেখা হোক রক্তকরবী –
– তাদের সর্বনাশ।
– তাদের সর্বনাশ।
– তাদের সর্বনাশ।
Comments :0