‘২০০২ সালে সিপিআই(এম) অনেকের নাম বাদ দিয়ে দিয়েছিল। আজ বুঝবে কি ভুল করেছিল। এখন বিজেপির দালালি করছে।’ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের বিএলএদের নিয়ে বৈঠকে ফের মিথ্যাচার করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বামফ্রন্ট সরকারের সময় যখন এসআইআর হয় তখন রাজ্যে বিরোধী দল তৃণমূল। একজনও বৈধ ভোটারের নাম বাদ যায়নি সেই সময়। উল্টে মমতা সেই সময় দাবি করেছিলেন বামফ্রন্ট অনুপ্রবেশকারিদের নাম ভোটার তালিকায় তুলেছে নিজেদের ভোট ব্যাঙ্কের জন্য। লোকসভার অধ্যক্ষের আসনের দিকে কাগজও ছুঁড়েছিলেন তৎকালিন তৃণমূল সাংসদ মমতা ব্যানার্জি। কিন্তু এদিন কমিশন এবং বিজেপিকে নিশানা করতে গিয়ে স্বভাবজাত মিথ্যা কথা বললেন মুখ্যমন্ত্রী।
দলের কর্মীদের উদ্দেশ্যে মমতা বলেন, রাজ্যে বিজেপিকে পা ফেলতে দেবেন না। বলে রাখা উচিত ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পরই রাজ্যে বেড়েছে বিজেপি এবং আরএসএসের শাখা। বিজেপিকে সাথে নিয়ে কেন্দ্রের মন্ত্রী হয়েছিলেন মমতা। তৃণমূলের হয়ে এরাজ্যের প্রচারেও এসেছিলেন বাজপেয়ী। এদিন সেই সব কথা ভুলে গিয়েছিলেন তৃণমূল নেত্রী।
দলের কর্মীদের উদ্দেশ্যে মমতা নির্দেশ দিয়েছেন, খসড়া তালিকা নিয়ে বাড়ি বাড়ি যাওয়ার। দেখতে কোন বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে কি না। যাদের শুনানিতে ডাকা হয়েছে তাদের সাহায্য করার নির্দেশও দিয়েছেন তৃণমূল নেত্রী। কমিশনের উদ্দেশ্যে মমতা বলেন, এক একটা বিধাসভা খেন্দ্র থেকে হাজার হাজার নাম বাদ দিয়েছে। কি ভাবছে নাম বাদ দিয়ে আমাদের আটকাবে। আমাদের আটকাতে পারবে না।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেই খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে তাতে যেই নাম বাদ গিয়েছে সেই গুলো মৃত, স্থানান্তরিত। সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এই প্রসঙ্গে শুক্রবার বলেন, ‘বিজেপির যেই প্রচার অনুপ্রবেশ নিয়ে করেছে তা খসড়া তালিকায় দেখা যায়নি। একাধিক জায়গায় যাদের নাম বাদ গিয়েছে তারা মৃত।’
এদিন নেতাজি ইন্ডোরে ছিল তৃণমূলের দলীয় সভা। সভা চলাকালিন মুখ্যমন্ত্রীর মাইকে সমস্যা দেখা যায়। আর সেই সমস্যা নিয়ে পুলিশকে ধমক দিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, কেন পুলিশ আগের থেকে মাইক কেন দেখেনি ঠিক আছে কি না? প্রশ্ন এখানেই তৃণমূলের দলীয় সভার মাইক ঠিক রয়েছে কিনা সেটা পুলিশ দেখবে!
Mamata Banarjee
এসআইআর নিয়ে মমতা নিশানায় সিপিআই(এম), করলেন মিথ্যাচার
×
Comments :0