শারদীয়া ১৪৩১
কবিতা
সেই তো পারে
কৌশিক বন্দ্যোপাধ্যায়
মুক্তধারা
পথ তো আছে তারই জন্য নিয়ম মেনে হাঁটতে জানে
রুখা ও সুখা রাস্তা পেরোয় মনটা থাকে অমল গানে
আহ্লাদে যে হাসিখুশির মোহর সাজায় বুকের মাঝে
বিষাদ মুছে সেই তো পারে এগিয়ে থাকে সকল কাজে।
আঁধার-আলো সবটা নিয়ে জীবন জুড়ে বাঁচতে শেখা
মন কেমনের পাখির ডানায় আকাশ জয়ের মন্ত্র লেখা
সেই তো পারে দুঃখ ভুলে নৌকো ভাসায় অগাধ জলে
প্রাণ ফিরে পায় আপন তেজে শোক ভুলে যায় কি কৌশলে!
আসল কথা বলি শোনো চলার রকমফের তো আছে
পথ চলে যায় যে যার মত সোজা-বাঁকা দূরে ও কাছে
সেই যে পারে রাস্তা গড়ে আপন আলোয় নিজের মত
তারই জন্য রইলো ছড়া হোক না পড়া তা অন্তত:।
Comments :0