বিজয়ওয়াদা, ১৫ অক্টোবর— আরএসএস-বিজেপি’র কর্মসূচির বিপরীতে নির্দিষ্ট বিকল্প জনমুখী কর্মসূচি নিয়ে এগতে হবে বিরোধীদের। সিপিআই’র ২৪ তম কংগ্রেসের প্রতিনিধি অধিবেশনের উদ্বোধনী দিনে এই আহ্বান জানানো হয়েছে। শনিবার সকালে পতাকা উত্তোলনের পরে কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন দেশের বামপন্থী আন্দোলনের নেতারা।
উদ্বোধনী ভাষণে সিপিআই’র সাধারণ সম্পাদক ডি রাজা বলেন, আরএসএস’র অ্যাজেন্ডাই হলো গণতন্ত্রকে দমন করা, সমাজকে বিভাজন করা। সংখ্যাগুরু মানুষকে সংখ্যালঘুদের বিরুদ্ধে আগ্রাসীভাবে সমবেত করতে আরএসএস আক্রান্তের কৃত্রিম ধারণা প্রচার করছে। হিন্দুত্বের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে জাতপাত, অঞ্চলের বিভাজনকেও তারা দ্রুত ব্যবহার করছে। আম্বানি-আদানি ব্র্যান্ডের ধান্দার পুঁজিবাদ অর্থনৈতিক সার্বভৌমত্বকে বিপন্ন করছে, সামাজিক ন্যায়বিচারের ধারণার সর্বনাশ ঘটাচ্ছে। মোদী সরকার মতাদর্শগতভাবে উদারনীতির ওপরে নির্ভরশীল, তাই পরিকল্পিতভাবেই রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্বল করা হচ্ছে। প্রাকৃতিক সম্পদ লুট করছে বহুজাতিক কর্পোরেশন যাদের কোনও সামাজিক দায়দায়িত্ব নেই। কর্মহীনতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। কোভিডের সময়ে কেন্দ্রের ব্যর্থতায় লক্ষ লক্ষ লোকের জীবন গেছে, জীবিকাও গেছে। গভীর সঙ্কটে পড়েছে দেশ।
রাজা বলেন, এই অবস্থায় বামপন্থীদের ঐক্য, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তির ঐক্য গড়ে তুলতে হবে। আরএসএস-বিজেপি’র বিরুদ্ধে লড়তে গেলে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিগুলির মধ্য-বাম অবস্থান নেওয়া দরকার। বিরোধীদের কর্মসূচির মৌলিক বিষয় হবে জনস্বাস্থ্য, সরকারি শিক্ষা, জমি, আবাসন, কাজ, খাদ্য নিরাপত্তা। আরএসএস-বিজেপি যা চাইছে তার সম্পূর্ণ বিপরীত হবে এই কর্মসূচি।
সিপিআই(এম)’র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, জনগণ গভীরতম সঙ্কটে পড়েছেন, সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। মোদী সরকার ভারতের সংবিধানকে খর্ব করতে গুরুতর আক্রমণ চালাচ্ছে। তারা ভারতীয় সাধারণতন্ত্রের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক চরিত্রকে বদলে দিয়ে চরম অসহিষ্ণু, ফ্যাসিস্তসুলভ, হিন্দুত্ব রাষ্ট্রে পরিণত করতে চাইছে। নিজেদের মার্কিন সাম্রাজ্যবাদের অনুগামীতে পরিণত করেছে। এই অবস্থায় বাম ও গণতান্ত্রিক শক্তির ঐক্য বিকল্প নীতির অভিমুখ উপস্থিত করতে পারে। সেইসঙ্গে হিন্দুত্ব সাম্প্রদায়িকতাকে বিচ্ছিন্ন ও পরাস্ত করতে ধর্মনিরপেক্ষ শক্তির ব্যাপকতম সমাবেশ গড়ে তুলতে হবে।
সিপিআই(এমএল-লিবারেশন)-র সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, ফরওয়ার্ড ব্লক নেতা জি দেবরাজন এই উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন।
সিপিআই কংগ্রেসে উপস্থিত রয়েছেন চীন, কিউবা, রাশিয়া, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা সহ ১২টি দেশের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা।
Alternative Program
বিকল্প কর্মসূচি নিয়ে সঙ্ঘ-বিজেপি’র মোকাবিলার ডাক সিপিআই কংগ্রেসে
×
Comments :0