সঞ্জয় রায় দোষী। সিবিআই’র তথ্য প্রমাণের ভিত্তিতে এই রায় দিয়েছে শিয়ালদহ আদালত। সোমবার সিভক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হবে।
আরজি কর হাসপাতালে চিকিৎসককে কর্মরত অবস্থায় হত্যা করা হয়। সিবিআই চার্জশিটে জানিয়েছে সঞ্জয় রায়ের বিরুদ্ধে নির্দিষ্ট প্রমাণ মিলেছে। প্রমাণ আদালতে পেশ করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।
যে যে ধারায় সঞ্জয়কে দোষী ঘোষণা করা হয়েছে তাতে হয় যাবজ্জীবন নয়তো মৃত্যুদণ্ডের সাজা হওয়ার কথা।
সঞ্জয় রায়ের আইনজীবী আদালতে বলেছেন যে তাঁর মক্কেলকে ফাঁসানো হচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৬৬ এবং ১০৩(১) ধারায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে আদালত।
শিয়ালদহ আদালতের বিচারপতি জানিয়েছেন সোমবার, সাজা ঘোষণার দিন, সঞ্জয় রায়কে বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হবে।
সঞ্জয়ের আইনজীবী আদালতে রায় ঘোষণায় স্থগিতাদেশ চেয়েছিলেন। আইনজীবীর বক্তব্য ছিল, সুপ্রিম কোর্টেও এই মামলার বিচার চলছে। সুপ্রিম কোর্টে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রায় ঘোষণা স্থগিত রাখা হোক।
বিচারপতি বলেন যে সুপ্রিম কোর্ট এই আদালতে বিচারপ্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয়নি। ফলে সুপ্রিম কোর্টে বিচার চালু থাকার যুক্তিতে এই আদালতে রায় ঘোষণা স্থগিত রাখার কারণ নেই।
আদালতের সামনে শনিবার সমবেত ছিলেন জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা। ছিল নাগরিকদের ‘অভয়া মঞ্চ’। সকলেই বলেছেন, সঞ্জয় রায়ের ‘বায়োলজিক্যাল এভিডেন্স’ পাওয়া গিয়েছে তদন্তে। কিন্তু প্রধান কথা হলো কেবল সঞ্জয় রায় এই হত্যাকাণ্ডের জন্য দায়ী নয়। পুলিশ এবং প্রশাসনের তথ্য আড়ালের চেষ্টাও বারবার দেখা গিয়েছে। দুর্নীতি এবং অপরাধ চক্রের কারণে এই হত্যা। সেই চক্রের মাথাদের শাস্তি দিতে হবে। তা না হলে বিচার অসম্পূর্ণ থেকে যাবে।
RG Kar Verdict Sanjoy Roy
আরজি কর: সঞ্জয় দোষী, রায় আদালতের, সাজা সোমবার
×
Comments :0