Sharadin yadav demise

প্রয়াত শরদ যাদব

জাতীয়

প্রয়াত হলেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা শারদ যাদব। তাঁর বয়স হয়েছিল ৭৫। যাদবের কন্যা টুইটারে পিতার মৃত্যুর সংবাদ জানিয়েছেন। 
সমাজবাদী ধারার নেতা শারদ যাদব সাতের দশকের মধ্যভাগে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে আন্দোলনের সামনের সারিতে ছিলেন। ১৯৭৪-এ ভোপালে উপনির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে তাঁর জয় সাড়া ফেলেছিল। জরুরী অবস্থার পরে জনতা পার্টি তৈরি হলে যাদব সেই দলের নেতা হন। ১৯৯৭-এ জনতা দল থেকে বেরিয়ে এসে তিনি জনতা দল (ইউ) তৈরি করেন। নীতীশ কুমারের সঙ্গে দ্বন্দ্বে দলে বিভাজন আসে। ২০১৭ সালে নির্বাচন কমিশন শারদ যাদবের দলকে স্বীকৃতি দিতে রাজি হয়নি। ২০১৮-তে তিনি লোকতান্ত্রিক জনতা দল তৈরি করেন। এই দলকে সম্প্রতি আরজেডি-র সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন তিনি। দীর্ঘ সময় সাংসদ থাকা যাদব গত কয়েক বছরে বিজেপি-বিরোধী ঐক্য গঠনের কাজে তৎপর ছিলেন। 
 

Comments :0

Login to leave a comment