জনতার প্রয়োজনের খাতে খরচা কম করছে নরেন্দ্র মোদী সরকার। আন্তর্জাতিক লগ্নি পুঁজিকে খুশি করতে কমিয়ে দেখাচ্ছে ঘাটতি। মানুষ চেয়েছিলেন কঠিন সময়ে কিছুটা স্বস্তি দেবে বাজেট। তা একেবারেই হয়নি।
বৃহস্পতিবার কেন্দ্রের অন্তর্বর্তী বাজেটের পর ভিডিওবার্তায় একথা বলেছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
বাজেটে ৭.৩ শতাংশ আর্থিক বৃদ্ধির দাবি জানানো হয়েছে। তাকে কষ্টকল্পনা বলেছে সিপিআই(এম) পলিট ব্যুরো। ইয়েচুরি মনে করিয়েছেন যে এই হিসেব করা হয়েছে মূল্যবৃদ্ধির হার ১.৬ শতাংশ ধরে। যেখানে সরকারি হিসেবেই বলছে ক্রেতা মূল্য সূচক ৬ শতাংশের বেশি। খাদ্যদ্রব্যে মূল্যবৃদ্ধির হার ১০ শতাংশ ছাড়িয়ে।
BUDGET YECHURY
মোদীর নীতিতে বিদেশি লগ্নি এসেছে বেকারি বাড়িয়ে: ভিডিওবার্তায় ইয়েচুরি
×
Comments :0