আর্থিক বিচারে দুর্বল অংশের সংরক্ষণ সংক্রান্ত মামলায় সোমবার রায় ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট। সংবিধানের ১০৩ তম সংশোধনী বাতিলের আবেদন জানিয়ে শুরু হয় এই মামলা। প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে মামলার শুনানি হয়েছে।
২০১৯’র ১০৩ তম সাংবিধানিক সংশোধন করে এই সংরক্ষণ বা ‘ইডব্লিউএস কোটা’ চালু করে কেন্দ্র। আর্থিক বিচারের দুর্বল অংশের জন্য ১০ শতাংশ সংরক্ষণের আইনী স্বীকৃতি দেওয়া হয়। সংশোধনী বাতিলের দাবিতে চল্লিশটিরও বেশি আবেদন। বিরোধিতায় বলা হয় যে তফসিলি জাতি, আদিবাসী বা অন্য অনগ্রসর অংশের জন্য সংরক্ষণ চালু রয়েছে। সেই ব্যবস্থা দুর্বল করতে নতুন সংরক্ষণ চালু হয়েছে। যুগের পর যুগ সামাজিক শোষণের শিকার অংশগুলির সুযোগ কমানো হচ্ছে। কেন্দ্রের পক্ষে পালটা বলা হয় যে চালু সংরক্ষণের আওতায় হাত না দিয়ে আর্থিকভাবে দুর্বল অংশের কোটা চালু হয়েছে।
EWS Quota
ইডব্লিউএস কোটা মামলায় কাল রায় দিতে পারে সুপ্রিম কোর্ট
×
Comments :0