SC Murshidabad

মুর্শিদাবাদে বিচারবিভাগীয় হস্তক্ষেপের আবেদন নতুন করে পেশ করতে বলল সুপ্রিম কোর্ট

জাতীয়

মুর্শিদাবাদের সাম্প্রদায়িক হিংসায় আদালতের নজরদারিতে তদন্তের একটি আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। তবে সঠিক তথ্যের উল্লেখ করে নতুন করে আবেদনের অনুমতি দিয়েছে আবেদনকারী আইনজীবী শশাঙ্ক শেখর ঝা-কে।
মুর্শিদাবাদের ঘটনায় দু’টি আলাদা আবেদন দায়ের হয়েছে শীর্ষ আদালতে। আইনজীবী বিশাল তিওয়ারি ৫ সদস্যের বিচারবিভাগীয় তদন্ত কমিশন গড়ার আবেদন জানিয়েছেন। সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে এই কমিশনের প্রধান করার আবেদন জানানো হয়েছে। অপর আবেদনটি দায়ের করেছিলেন ঝা। তাঁর বক্তব্য ছিল  সুপ্রিম কোর্টের নজরদারিতে বিশেষ তদন্ত দল গড়া হোক।
দুই বিচারপতি সূর্য কান্ত এবং এন কোটেশ্বর সিংয়ের বেঞ্চ ঝায়ের আবেদনের বয়ান নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে। 
আবেদনে বলা হয়েছে যে মুর্শিদাবাদের বহু মানুষকে দাঙ্গার জেরে অন্য রাজ্যে চলে যেতে হয়েছে। তাঁরাই আইনজীবী ঝায়ের সঙ্গে যোগাযোগ করেছেন। বিচারপতি কান্ত প্রশ্ন তোলেন অন্য রাজ্যে চলে গিয়েছে এমন বিপন্নদের নাম আবেদনে নেই কেন। 
এই তথ্যের উৎসও জানতে চান বিচারপতিরা। ঝা বলেন, সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং কেন্দ্রীয় সরকারকে পাঠানো রেলের বিশেষ বার্তায় এই তথ্য মিলেছে। বিচারপতিরা প্রশ্ন তোলেন রেলের এই গোপন তথ্য আইনজীবী হাতে এল কিভাবে। কেবল সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতেও, নির্দিষ্ট আক্রান্তদের সম্পর্কে না জেনে আবেদনের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলে শীর্ষ আদালত।
বেঞ্চ বলেছে, সুপ্রিম কোর্টে আবেদনের নথিও সংরক্ষিত হয়। বিচার চাওয়ার জন্য সকলকে স্বাগত। কিন্তু সেই সঙ্গে কিছু দায়িত্ববোধের পরিচয়ও দিতে হয়। তথ্যের ভিত্তিতে অভিযোগ জানিয়ে আবেদন করা উচিত। আইনজীবীকে নতুন করে আবেদন করতে বলেছে বেঞ্চ।

Comments :0

Login to leave a comment