Bengal DA Case Hearing

ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি

জাতীয়

সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানির দিন ধার্য ছিল। ২০২২ সালের মে মাসে রাজ্যের সরকারি কর্মচারীদের ৩১ শতাংশ হারে মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্যের তৃণমূল সরকার। সেই মামলার শুনানি রাজ্য সরকারের আবেদনে বারবারই পিছিয়ে যাচ্ছে, মঙ্গলবারও শুনানি পিছিয়ে গেলো শীর্ষ আদালতে। পরবর্তি ডিএ মামলার শুনানি কবে হবে তা এখনই জানায়নি দেশের শীর্ষ আদালত।
কেন্দ্রীয় হারে ডিএ’র দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলনের পাশাপাশি এই মামলা চলছে দীর্ঘ দিন ধরে। মামলাটি স্যাটে প্রথমে শুরু হয়েছিল। স্যাটের নির্দেশ হওয়ার পর এই মামলা নিয়ে কর্মচারীরা কলকাতা হাইকোর্টের হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্ট তার শেষ নির্দেশে বলেছে, মহার্ঘ ভাতা কর্মচারীদের ন্যায্য পাওনা। মহার্ঘ ভাতা কর্মচারীদের অধিকারের মধ্যে পড়ে। হাইকোর্ট তিন মাসের মধ্যে কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকার তিন বার আবেদন করেছিল। কলকাতা হাইকোর্টের ডিভিসন বেঞ্চ তিন বারই রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিয়েছিল। হাইকোর্টের নির্দেশের পরই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। ২০২২ সালে নভেম্বর মাসে সুপ্রিম কোর্টে প্রথম শুনানি হলেও এখনও মামলার পূর্ণাঙ্গ শুনানি হয়নি।
এদিন বিচারপতি বিক্রম নাথের নেতৃত্বাধীন বেঞ্চের শুনানি তালিকায় ডিএ মামলার শুনানি ৫ নম্বর কোর্টে ৫১ নম্বরে ছিল। কিন্তু এদিন শুনানি হল না। শীর্ষ আদালতে দায়ের হওয়া ডিএ মামলার শুনানি এই নিয়ে মোট ১৩ বার পিছিয়ে গেলো। 
২০২২ সালের ২৮ নভেম্বর শীর্ষ আদালতের বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি ঋষিকেষ রায়ের বেঞ্চে শুরু হয়েছিল এই মামলো। বিচারপতি ঋষিকেষ রায়ের নেতৃত্বাধীন বেঞ্চে শেষ শুনানির দিন ছিল চলতি বছরের ৭ জানুয়ারি। সেদিনও শুনানি হয়নি। গত ২৫ মার্চ শেষবার এই মামলার শুনানি পিছিয়ে যায়।
চলতি অর্থবর্ষের বাজেটেও ৪ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এই ৪ শতাংশ ডিএ বৃদ্ধির পর সরকারি কর্মীদের ডিএ-এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৮ শতাংশ। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এই রাজ্যের সরকারি কর্মচারিদের ডিএ’র ফারাক এখনও বড় অংশেই রয়ে গেছে। অনান্য রাজ্যের থেকেও পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের ডিএ’র ফারক অনেকটাই। এই ফারাক নিয়ে এদিন অসন্তোষ প্রকাশ করেছেন সরকারি কর্মচারীরা।

Comments :0

Login to leave a comment