মোহনবাগানের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া চলছে। এটি চলবে আগামী সোমবার ৯ জুন পর্যন্ত। তবে বেশ কয়েকদিন ধরেই দুই পক্ষের মধ্যে নির্বাচনী প্রচারের ঝাঁঝ যেন কিছুটা কমেই গেছে। তাহলে কি নির্বাচনের আগেই সমঝোতার সুর দুই পক্ষের গলায়?
শুক্রবার একটি নির্বাচনী প্রচারে এসে দেবাশিস দত্ত জানিয়েছেন যে, ক্লাবের ভালোর জন্য যা করার দরকার সেটাই তারা করবেন। অন্যদিকে সৃঞ্জয় বসু জনিয়েছেন যে তাঁর এবং দেবাশিস দত্তের মধ্যে এই বিষয়ে আলোচনা হয়েছে। তবে এখনও পর্যন্ত কেউই সমঝোতার ব্যাপারে রাজি হয়নি। তিনি এ-ও জানিয়েছেন যে, তাঁদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল। তবে ভবিষ্যতে তাঁরা এক অবস্থানে এলেও নির্বাচনের সম্ভাবনা বাতিল হচ্ছে না। কারণ অন্য অনেকে আগ্রহী লড়াইয়ের জন্য। একথা জানিয়েছেন সৃঞ্জয় বসু। এখনও ক্লাবের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়নি।
mohunbagan election
মোহনবাগান নির্বাচনের আগে সমঝোতার সুর
×
Comments :0