এশিয়া থেকে আরো একটি দল জায়গা করে নিল ২০২৬ বিশ্বকাপে। পরের বছর সম্পূর্ণ নতুন ফরম্যাটে ৪৮টি দলকে নিয়ে হতে চলেছে এই প্রতিযোগিতা। যার মধ্যে এএফসি ( এশিয়ান ফুটবল কনফেডারেশন ) থেকে সুযোগ পাবে মোট ৮টি দল। ইতিমধ্যেই ইরান , জাপান , দক্ষিণ কোরিয়া , জর্ডান জায়গা করে নিয়েছে এই প্রতিযোগিতায় এইবার যোগ্যতা অর্জন করল উজবেকিস্তান। মাত্র ৩.৫কোটি জনসংখ্যার এই দেশ প্রথমবার সুযোগ পেল এই প্রতিযোগিতায়। আবু ধাবির আলনাহীন স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে ড্র করায় গ্ৰুপ 'এ ' থেকে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে যোগ্যতাঅর্জন করল উজবেকিস্তান। এই গ্ৰুপ থেকে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে ইরান আগেই যোগ্যতা অর্জন করে নিয়েছিল। এশিয়া থেকে এখনো অস্ট্রেলিয়া , সংযুক্ত আরব আমিরশাহী , কাতার , ইরাক , ওমান , , সৌদি আরব , ইন্দোনেশিয়ার যোগ্যতা অর্জনের সুযোগ রয়েছে। এর আগেও ২০০৬ ও ২০১৪ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ফাইনাল রাউন্ডে এসে স্বপ্নভঙ্গ হয়েছিল উজবেকিস্তানের। দলের কোচ কাপাডজে বেশিরভাগ তরুণ খেলোয়াড়দের দলে সুযোগ দিয়েছেন। ম্যান সিটির ডিফেন্ডার আব্দুকদির খুশানোভ যার মধ্যে অন্যতম। ম্যাচের পর তিনি জানিয়েছেন ' এটা শুধুমাত্র আমাদেরই নয় গোটা দেশের জয় । আমাদের খেলোয়াড়রা যথেষ্ট পরিশ্রম করেই এই ফলাফল দিতে পেরেছে '। ২০১৮তে ভারতের র্যাঙ্কিং ছিল ৯৭ এবং উজবেকিস্তানের ৯৫। কিন্তু এই ৭বছরের মধ্যেই উজবেকিস্তান উঠে গিয়েছে ৫৫তে আর ভারত নেমে গিয়েছে ১২২ -এ। তাই সুষ্ঠ পরিকাঠামো এবং সংকল্পের জেরেই অসম্ভবকে সম্ভব জোরে তুলল উজবেকিস্তান।
FIFA Worldcup Qualifiers AFC
বিশ্বকাপে যোগ্যতা অর্জন উজবেকিস্তানের
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0