হিন্দু ধর্মস্থান পরিচালনার বোর্ডে কী মুসলিমদের রাখবেন? স্পষ্ট করে বলুন।''
ওয়াকফ আইন মামলায় কেন্দ্রের কাছে সরাসরি এ প্রশ্নের জবাব চাইল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আইন ঘিরে তুলেছেন একাধিক প্রশ্ন।
বুধবার সুপ্রিম কোর্টে সংশোধিত ওয়াকফ আইনের বিপক্ষে জমা ৭৩টি পিটিশনের শুনানি হয়েছে। আইনে একাধিক সংস্থান ঘিরে সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। একটি ধারায় বলা হয়েছে যে মুসলিমদের ধর্মীয় সম্পত্তি ওয়াকফ পরিচালনার বোর্ডে রাখা হবে অ-মুসলিমদেরও।
তাই নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি।
ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক রিট পিটিশন দায়ের করা হয়েছে। সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিমও রিট পিটিশন দায়ের করেছেন পার্টির তরফে।
কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেলারেল তুষার মেহেতাকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, আদালতের রায়েই একটি সম্পত্তি ওয়াকফ বলে বিবেচিত হতো। নতুন আইনে সেটা কী ওয়াকফ সম্পত্তি হিসাবেই বিবেচিত হবে?
এছাড়াও আদালত প্রশ্ন তোলে ব্যবহারের ধরনের বিচারে যে সম্পত্তি ওয়াকফ বলে বিবেচিত হয় সেগুলি কী নতুন আইনে ‘ডি-নোটিফাই করা হবে? এই প্রশ্নে সরকারের অবস্থান কি তা স্পষ্ট করে জানান। না হলে সমস্যা তৈরি হবে।
এদিন সংশোধনী ওয়াকফ আইনে অন্তবর্তী স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। বুধবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের পক্ষ থেকে বৃহস্পতিবার ফের এই বিষয় সংক্রান্ত মামলা শুনবে সুপ্রিম কোর্ট।
Waqf Bill
হিন্দু ধর্মস্থান পরিচালনার বোর্ডে কী রাখবেন মুসলিমদের, প্রশ্ন সুপ্রিম কোর্টের

×
Comments :0