শুক্রবারও এএলনা কাঙ্খিত সেই রায়। শুক্রবার আইএসএল নিয়ে চলতে থাকা জট খোলার একটা আশা দেখার কথা ছিল। এমআরএ চুক্তি সংক্রান্ত সেই রায় সুপ্রিম কোর্টের জানানোর কথা ছিল শুক্রবার । তবে এদিনও জানান হলনা কিছু। আবার রায় ঘোষণার তারিখ পিছিয়ে গেল আগামী ২৮ আগষ্ট। ২০১০ সালে আইএসএলের বিনিয়োগকারী সংস্থা এফএসডিএল ( ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড ) এবং এআইএফএফ( অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ) -র মধ্যে একটি এমআরএ বা MRA ( মাস্টার রাইটস এগ্রিমেন্ট ) চুক্তি হয়েছিল । যার মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বর মাসেই। তাই মেয়াদ পূর্তির আগেই এফএসডিএল এআইএফএফ-র কাছে আগামী ১০ বছরের জন্য একটি নতুন চুক্তির মডেল প্রস্তাব করেছিল । সেই মডেলে দেওয়া ছিল যে , প্রত্যেক মরশুমের বার্ষিক আয়ের থেকে আইএসএলের প্রত্যেকটি ক্লাব যুগ্মভাবে পাবে ৬৪শতাংশ লভ্যাংশ। ২৪ শতাংশ পাবে এফএসডিএল এবং ১৪শতাংশ পাবে এআইএফএফ। তবে এই মডেল মানতে রাজি ছিলনা ফেডারেশন। বিষয়টি রয়েছে সুপ্রিম কোর্টের অধীনে। শুক্রবার তারই রায় ঘোষণা হওয়ার কথা ছিল।
Indian Super League
ফের পিছিয়ে গেল আইএসএল সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় ঘোষণার দিন

×
Comments :0