Sandeshkhali

সন্দেশখালিতে পুলিশের সামনে গ্রামবাসীদের ওপর চড়াও তৃণমূলের দুষ্কৃতি বাহিনী

রাজ্য

সন্দেশখালির প্রতিবাদী গ্রামবাসীদের ওপর হামলার অভিযোগ তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরার অনুগামীদের বিরুদ্ধে। শাহজাহান এবং তার দুই সঙ্গী তৃণমূল নেতা শিবু ও উত্তমের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গোটা সন্দেশখালি।

শুক্রবার সকালে শিবুর পোলট্রিতে আগুন লাগিয়ে দেন গ্রামের উত্তেজিত জনতা। জেলিয়াখালিতে শিবু হাজরার বাগান বাড়িতেও চড়াও হন গ্রামের সাধারণ মানুষজন। সূত্রের খবর গ্রামের লোকজন যখন শিবুর বাগান বাড়িতে ঢুকতে যায় তখন তাদের পুলিশ আটকায়। গ্রামবাসীদের অভিযোগ পুলিশের সামনেই তৃণমূল কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এই ঘটনায় বহু গ্রামবাসী আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে শিবুর লোকজন গ্রামের মানুষদের ওপর হামলা চালায়। উল্লেখ্য যেই তৃণমূল দুষ্কৃতি বাহিনীর হাতে গ্রামবাসীরা আক্রান্ত হলেন তারা কেউ গ্রেপ্তার হলেন না। উল্টে আক্রান্ত কয়েকজন গ্রামবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Comments :0

Login to leave a comment