রাজ্যে যখন মানুষকে রাজনীতির কেন্দ্র থেকে সরিয়ে দিয়ে মানুষে বিভেদের খেলা চলছে। সরকার দুর্নীতি, তোলাবাজি আড়াল করতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দিচ্ছে। সেই সময় মেহনতী, শ্রমজীবি, খেতমজুর, বস্তিবাসিদের সমাবেশ মানুষের কথায় রাজনীতি ফিরুক ব্রিগেড সেই কথাই বলছে। শুক্রবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় এক কথা বলেছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তিনি বলেন, মানুষকে ভরসা দেওয়ার জন্যই এই ব্রিগেড। প্রতিদিন কলকারখানা বন্ধ হচ্ছে। শ্রমিক ছাঁটাই হচ্ছে নতুন করে। ফলে কর্মক্ষেত্র আরও সঙ্কুচিত হয়ে পড়ছে। সরকারি চাকরি নেই। বাধ্য হয়েই যুবক যুবতীরা অন্যত্র কাজের সন্ধানে বেরিয়ে পড়ছে। দৈনন্দিন জীবনযন্ত্রণা থেকে বেরিয়ে আসতে সাধারণ মানুষ। তিনি বলেন অধিকার ছিনিয়ে নিতে সঙ্গে থাকুন পাশে থাকুন। চক্রবর্তী বলেন, মানুষের স্বার্থে রবিবার ব্রিগেডের সমাবেশে। সেখানে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, এই ব্রিগেড সমাবেশ নিয়ে উৎসাঝ রয়েছে তৃণমূল এবং বিজেপি’র। দুই দলের কৌতুহল ব্রিগেডে কতো মানুষ আসবেন, কেন আসবেন, এসে কি করবেন। আসলে সিপিএম শূন্য বলে ওরা একটা ভরসা পেতে চায়। তিনি দাবি করেন ব্রিগেডের জনকল্লোল বুঝিয়ে দেবে তৃণমূল এবং বিজেপি‘র ভবিস্যত তার জন্য নয়। তনি বলেন, তৃণমূল চায় তাদের যারা সমর্থন না করে তাঁরা যেন বিজেপির পাশে থাকে। আবার বিজেপি চায় তাদের সমর্থন যারা না করেন তাঁরা যেন তৃণমূলের সঙ্গে থাকেন। তবে রবিবার যারা ব্রিগেডে আসবেন তাঁরা তৃণমুল এবং বিজেপি দুই সরকারের বিরুদ্ধে। দুই ফুলের জনবিরোধী নিতির বিরুদ্ধেই ব্রিগেডে আসবেন। তারা আসবেন নিজেদের অধিকার বুঝে নিতে। তৃণমূল-বিজেপির ভবিস্যতের কথায় না। তিনি বলেন এই দুই দলের নেতাদের কথায় মানুষ বেশিদিন চলবে না।
SUJAN CHAKRABORTY
বিভেদের ছক ভেঙে জনজীবনের দাবি তুলবে ব্রিগেড: সুজন চক্রবর্তী

×
Comments :0