SSC scam

স্কুলের শিক্ষক নয় এমন নামও রয়েছে তালিকায়, নাম সেই ববিতারও

জেলা

জয়ন্ত সাহা: মাথাভাঙা

কারা আপাতত স্কুলে ফিরতে পারবেন জেলায় এসেছে সেই তালিকা। কোচবিহারে ৩৯৪ জন শিক্ষকের কাজে যোগ দেওয়ার কথা। তবে তালিকা ঘিরে এর মধ্যেই বিতর্ক সামনে এসেছে।
রাজ্যের শিক্ষা দপ্তর থেকে জেলার মহকুমাগুলির সহকারি বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে আসা তালিকায় ভুতুড়ে কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে মেখলিগঞ্জের শিক্ষক মহলের। প্রথমেই তা নজরে এসেছে মেখলিগঞ্জ হাইস্কুলের শিক্ষকদের। তাদের তালিকায় এমন দু’জন শিক্ষকের নাম রয়েছে যাঁরা ওই স্কুলের শিক্ষকই ছিলেন না! 
মেখলিগঞ্জ হাইস্কুলের সহ প্রধান শিক্ষক সুভাষ রায় সরকার জানিয়েছেন, জেলা শিক্ষা দপ্তর থেকে আমাদের কাছে যে তালিকা এসেছে রাতে নবম- দশম শ্রেণির দু’জন ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষকের নাম রয়েছে।
একাদশ-দ্বাদশ শ্রেণির তালিকায় থাকা মহম্মদ গোলাম মোর্তাজা, ও সুদীপ্তা মন্ডলের নাম রয়েছে। অথচ তাঁরা এই স্কুলের শিক্ষকই ছিলেন না! 
এর মাঝেই মেখলিগঞ্জ শহরের আরেক স্কুল মেখলিগঞ্জ ইন্দিরা গার্লস হাইস্কুলে ফের নিয়োগের তালিকায় নাম জ্বলজ্বল করছে ববিতা সরকারের! অথচ নম্বারের গরমিলের কারণে তাঁর চাকরি গিয়েছিল আদালতের নির্দেশে। বেতনও ফেরত দিতে হয়েছিল।
এই ববিতা সরকারের মামলার জেরেই এসএসসি-র নিয়োগ কেলেংকারি প্রকাশ্যে এসেছিল। আদালতের রায় মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি গিয়েছিল।বেতন ও ফেরাতে হয়েছিল। পরে সেই জায়গায় চাকরি পেয়েছিলেন ববিতা সরকার। যদিও পরে তাঁর নম্বরের যোগফলে ভুল বের হওয়ায় তার চাকরিও চলে যায়। 
ওই স্কুলের টিআইসি কল্পনা মহন্ত জানিয়েছেন, যে তালিকা এসেছে তাতে ববিতা সরকারের নাম রয়েছে। কেন নাম এসেছে বুঝতে পারছি না।

Comments :0

Login to leave a comment